আজ (সোমবার) শারজায় সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে চোটের কারণে ছিটকে গিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে প্রথম বারের মতো আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অধিনায়কের দ্বায়িত্ব সামলাবেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে বাংলাদেশের ১৩ মত খেলোয়াড় হিসাবে শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন মিরাজ।
২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল মিরাজের৷ সেই ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতে না পারলেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন এই অলরাউন্ডার। ১০ ওভারে হাত ঘুরিয়ে ২টি উইকেট নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন মিরাজ। ব্যাটে-বলে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। ফলে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ডান-হাতি এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক ওয়ানডেতে ৯৯ ম্যাচ খেলেছেন মিরাজ। ব্যাট হাতে ৩ টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ২ টি সেঞ্চুরিও আছে তার ঝুলিতে। ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১ হাজার ৩৮১ রান করেছেন মিরাজ। বল হাতেও দারুণ ছন্দে আছেন এই ক্রিকেটার। বল হাতে ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট শিকার করেছেন তিনি।
লাল-সবুজের জার্সিতে ওয়ানডেতে মিরাজের আগে আরও ১২ জন ক্রিকেটার শততম ম্যাচে খেলেছেন। বাংলাদেশের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার তালিকার শীর্ষে আছেন মুশফিকুর রহিম। ২৭২ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এ তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান। লাল-সবুজের জার্সিতে ২৪৭ ম্যাচে মাঠে নেমেছেন এই অলরাউন্ডার। ২৪৩ টি ম্যাচ খেলে তৃতীয় স্থানে আছেন তামিম ইকবাল। তালিকার চতুর্থ স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি খেলেছেন ২৩৪ ম্যাচ। পঞ্চম স্থানে আছেন ২১৮ ম্যাচ খেলা মারশাফি বিন মুর্তজা।
এছাড়া মোহাম্মদ আশরাফুল ১৭৫ ম্যাচ, আব্দুর রাজ্জাক ১৫৩ ম্যাচ, খালেদ মাসুদ ১২৬ ম্যাচ, মোহাম্মদ রফিক ১২৩ ম্যাচ, হাবিবুল বাশার ১১১ ম্যাচ, মুস্তাফিজুর রহমান ১০৬ ম্যাচ এবং রুবেল হোসেন খেলেছেন ১০৪ ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/১১ নভেম্বর ২৪/এইচআই