সিলেট টেস্ট এর মত এবার চট্টগ্রাম টেস্টেও লঙ্কানদের কাছে বড় হারের স্বাদ পেল বাংলাদেশ। ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩১৮ রানের গুটিয়ে গেছে বাংলাদেশ। টেস্টের পঞ্চম দিন আজ তিন উইকেট হাতে রেখে ব্যাটিংয়ে নেমেছিল টাইগাররা। তবে প্রথম সেশনেই বাকি বাকি সব উইকেট হারিয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
শেষ পর্যন্ত টাইগারদের হয়ে একাই লড়াই চালিয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। তবে দলকে জয়ের কাছে নিয়ে যেতে তা যথেষ্ট হয়নি। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে ১৯২ রানের বড় ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮১ রান করে অপরাজিতা ছিলেন মিরাজ। এছাড়া দ্বিতীয় সর্বাধিক ৫০ রান এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল ২৬৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান বা মাহমুদুল হাসান জয় উইকেটে সেট হয়েও কেউই নিজেদের ইনিংস বড় করতে পারেননি এদিন। ৩ উইকেটে ২৪২ রান সংগ্রহের লক্ষ্যে শেষ দিন ক্রিজে আসেন মিরাজ এবং তাইজুল।
দিনের পঞ্চম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তাইজুল ইসলাম। এরপর হাসান মাহমুদকে উইকেটের এক প্রান্তে রেখে আরেক প্রান্ত থেকে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন মিরাজ। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি হাসান মাহমুদও। লাহিরু কুমার আর শর্ট বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
বাংলাদেশি ইনিংসের শেষ উইকেট হিসেবে খালেদ আহমেদের স্টাম্প উপড়ে ফেলে সফরকারীদের ম্যাচ এবং সিরিজ জয় নিশ্চিত করেন লাহিরু কুমারা। শেষ পর্যন্ত উইকেটের অপর প্রান্তে ১৪ বাউন্ডারিতে ১১০ বলে ৮১ রান করে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া লিটন করেছিলেন ৩৮ এবং সাকিব ৩৬ রান।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৫৩১ রানের জবাবে মাত্র ১৭৮ রানেই গুটিয়ে গিয়েছিল টিম টাইগার। মূলত সেখানে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১৫৭ রান তুললেও টাইগারদের বড় লক্ষ্য ছুড়ে দিতে কোন সমস্যা হয়নি শ্রীলঙ্কার।
আরও পড়ুন: আইপিএলে বল হাতে ঝড় তুললেন প্রোটিয়া পেসার, নতুন রেকর্ড
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৪/এফএএস