![Mehedi Hasan Miraz in press conference](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2025/02/Mehedi-Hasan-Miraz.jpg.webp)
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গতকাল অসাধারণ এক উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করেছে দর্শকরা। যেখানে শেষ বরের আগ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করা সম্ভব ছিল না। তবে ম্যাচের শেষ বলে বাউন্ডারি হাকিয়ে চিটাগং কিংসকে দারুন এক জয় এনে দেন আলিস আল ইসলাম। এতে ১১ বছর পর বিপিএলের ফাইনালে উঠল ফ্র্যাঞ্চাইজিটি।
ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন পরাজিত দল খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এদিন তিনি উল্লেখ করেন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন চিটাগংয়ের ক্রিকেটার আলিস আল ইসলাম। তবে নিজেদের হারের জন্য দায় দিলেন নিজেদের দলের এক বিদেশি ক্রিকেটারকে। জেসন হোল্ডারের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল বলে উল্লেখ করেন মিরাজ।
খুলনার এই অধিনায়ক বলেন, ‘আমাদের পরাজয়ের আসল কারণ ছিল হোল্ডারের তৃতীয় ওভার (ইনিংসের ১৮তম)। ওই ওভারে যে ১৩ রান এল, সেটাই ঘুরিয়ে দিয়েছিল ম্যাচ। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোল্ডারের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি।’
আরও পড়ুন:
» শেষ ওভারের রোমাঞ্চে খুলনাকে হারিয়ে ফাইনালে চিটাগং
» ভারত-ইংল্যান্ড ওয়ানডে ম্যাচসহ আজকের খেলা (৬ ফেব্রুয়ারি ২৫)
শেষ ওভারে যখন ১৫ রান প্রয়োজন ছিল, তা রুখতে পারেননি তরুণ পেসার মুশফিক। মিরাজ বলেন, ‘শেষ ওভারে মুশফিক হাসানের ১৫ রান খাওয়ার ফলে আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়, ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছে (১৮তম ওভারে) ওই ১৩ রান দেওয়াতেই।’ যেখানে হোল্ডারের ওভারে একটি করে ছক্কা ও চার হাকান আলিস।
নিজের তৃতীয় ওভারে ১৩ রান খরচা করলেও প্রথম দুই ওভারে বেশ কিপটে ছিলেন জেসন হোল্ডার। যেখানে তিনি সব মিলিয়ে দিয়েছিলেন মাত্র ১০ রান। ওভার প্রতি রান দেন সাড়ে ৭ এর কিছুটা বেশি। তবে শেষ ৩ ওভারে যখন ৩৪ রান প্রয়োজন ছিল চিটাগংয়ের, তখন হোল্ডার নিজের সেরাটা দিতে পারেননি। আর তাই এমন কথা বলেছেন মিরাজ।
এদিকে চিটাগংকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন আলিস আল ইসলাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে খাজা নাফে জানান আলিসের ওপর বিশ্বাস ছিল দলের। শেষ ওভারে পায়ে ব্যাথা পেয়ে মাঠ ছাড়ার পর শেষ বলে যখন ৪ রান প্রয়োজন, তখন আরও একবার মাঠে আসেন তিনি। দারুন শটে বাউন্ডারি হাকিয়ে দলের জয় নিশ্চিত করেন আলিস। খেলেন ৭ বলে গুরুত্বপূর্ণ ১৭ রানের ইনিংস।
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)