Connect with us
ক্রিকেট

হালনাগাদ টেস্ট র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলেন মিরাজ

Mehidy Hasan Miraz
মেহেদী হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩য় চক্র (২৩-২৫) শেষের পথে। শেষ মুহূর্তের লড়াইয়ে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে চারটি দলের। তবে সেই গন্তব্যে পৌঁছতে পারবে মাত্র ২টি দল। এখন দেখা যাক কারা পেতে চলেছে সেই সোনার হরিণ তুলনীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট। তবে এরই মাঝে ব্যক্তিগত সাফল্যের সুসংবাদ পেয়েছেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। সুখবর রয়েছে বাংলাদেশি ক্রিকেটারদেরও।

আজ (বুধবার) পুরুষ ক্রিকেটের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে দীর্ঘদিন পর বড় রদবদল হয়েছে টেস্ট ব্যাটারদের তালিকায়। কয়েক বছর ধরে শীর্ষস্থান ভাগাভাগি করে আসছিল ইংল্যান্ডের জো রুট এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তবে তাদের রাজত্বে এবার ভাগ বসালো হ্যারি ব্রুক। প্রথমবারের মতো টেস্টের নাম্বার ওয়ান ব্যাটার হলেন ইংল্যান্ডের এই ওপেনার।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে বেসিন রিজার্ভ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১২৩ ও ৫৫ রান করেছে ডানহাতি এই ব্যাটার। আর এমন পারফরম্যান্সের ফলস্বরূপ আইসিসি থেকে সুখবর পেলেন ব্রুক। ক্যারিয়ার সেরা ৮৯৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে চলে এসেছেন তিনি। এসময় ৮৯৭ স্থানে থাকা জো রুটকে পেছনে ফেলেছেন এই ইংলিশ তারকা। এর আগে এমন ৮৯৮ রেটিং পয়েন্ট ছিল কেবল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের।


আরও পড়ুন :

» শেষ বলের ছক্কায় সিলেটকে হারিয়ে ম্যাচ জিতল ঢাকা

» বাংলাদেশের বিপক্ষে এক দশক অপেক্ষার অবসান ওয়েস্ট ইন্ডিজের


এদিকে র‌্যাঙ্কিংয়ে রদবদল হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদেরও। এতে করে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকা মুশফিকুর রহিম পিছিয়েছেন ২ ধাপ। বর্তমানে আছেন ৩২ নম্বরে।

অন্যদিকে ব্যাট হাতে ব্যর্থ লিটন ৫ ধাপ পিছিয়ে ৩৬, মুমিনুল ৭ ধাপ পিছিয়ে ৫৫, জাকির হাসান ২ ধাপ পিছিয়ে ৯৫, মাহমুদুল হাসান জয় ১৩ ধাপ পিছিয়ে ৯৮ নম্বরে অবস্থান করছেন।

অন্যদিকে টেস্টে ভালো ব্যাটিং করে এগিয়েছে যারা তাঁদের মধ্যে রয়েছেন- মেহেদী হাসান মিরাজ। তিনি ৬ ধাপ এগিয়ে আছেন ৬২ নম্বরে। এছাড়াও জাকের আলি অনিক ২১ ধাপ এগিয়ে আছেন ৬৩ নম্বরে এবং সাদমান ইসলাম ২৩ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৭৪ নম্বর স্থানে।

অন্যদিকে বাংলাদেশের বোলারদের র‌্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন। ৩ ধাপ এগিয়ে ২১ নম্বরে অবস্থান করছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। এছাড়াও পেসারদের মধ্যে তাসকিন আহমেদ ৩ ধাপ এগিয়ে ৪৯, হাসান মাহমুদ ৭ ধাপ এগিয়ে ৫৫ এবং নাহিদ রানা ১৫ ধাপ এগিয়ে ৭৪ নম্বর স্থানে অবস্থান করছেন। তবে পিছিয়েছেন শরীফুল ইসলাম। ২ ধাপ পিছিয়ে আছেন ৬৯ নম্বর স্থানে।

হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের শীর্ষ তিনে আসেনি কোনো পরিবর্তন। শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা এবং জশ হ্যাজেলউড। এছাড়া ৪ ও ৫ নম্বর পজিশন অদলবদল করেছেন প্যাট কামিন্স ও রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে। প্যাট কামিন্স ৫ থেকে চারে এবং রবিচন্দ্রন অশ্বিন ৪ থেকে ৫ নম্বরে চলে গেছেন।

এছাড়াও টেস্ট ফরম্যাটে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২ নম্বর স্থানে অবস্থান করছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। এদিকে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২০২৪/এসআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট