Connect with us
স্পোর্টস বক্স

মিজানুর রহমান আজহারীর সঙ্গে সাক্ষাৎ করলেন মিরাজ-ইমরুল

mizanur rahman azhari and miraz, imrul
মিরাজ-ইমরুল আজহারীর সঙ্গে দেখা করেছেন, কুশল বিনিময় করেছেন। ছবি- সংগৃহীত

দীর্ঘ দিন পর দেশে ফিরে বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইসলামি সম্মেলন-মাহফিলে অংশ নিচ্ছেন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার (১১ জানুয়ারি) সিলেট বিভাগীয় মাহফিলে অংশ নেন তিনি। জনপ্রিয় এই বক্তা যেখানেই যাচ্ছেন—লাখো ধর্মপ্রাণ মানুষ তার বয়ান শুনতে সেখানে উপস্থিত হচ্ছেন। এবার ভক্ত-সমর্থকদের ভিড়ে দেখা গেছে বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা মুখ- মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েসকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে খেলা চলছে সিলেট পর্বের। ১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটের মাটিতে চলবে বিপিএল। খুলনা টাইগার্সের হয়ে গতকাল মাঠে নেমেছেন মিরাজ-ইমরুল। এর মধ্যে সিলেটের মাটিতে মিজানুর রহমান আজহারীকে এক পলক দেখতে ছুটে এসেছেন এই দুই ক্রিকেটার।

এদিন মিরাজ-ইমরুল আজহারীর সঙ্গে দেখা করেছেন, কুশল বিনিময় করেছেন—নিয়েছেন দোয়া। তারা কিছুক্ষণ কথা বলেছেন। এসময় মিজানুর রহমান আজহারী, মিরাজ ও ইমরুলের গাল ছুঁয়ে স্নেহের পরশ বুলিয়ে দিয়েছেন। এই দৃশ্যটি ফেমবন্দিও করেছেন তারা। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সেই সময়ের ভিডিওসহ আবেগঘন বার্তা দিয়েছেন ইকরুল কায়েস।


আরও পড়ুন :

» লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার কারণ জানাল বিসিবি

» চমক দেখালো বিসিবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন আউট, ইমন ইন

» চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল নিউজিল্যান্ড


স্ট্যাটাসে ইমরুল কায়েস লিখেন— ‘ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ ! আমার প্রিয় একজন মানুষের সাথে দেখা করে অত্যন্ত আনন্দিত ও সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

mizanur rahman azhari and miraz, imrul 2

মিজানুর রহমান আজহারীর সঙ্গে হাস্যোজ্জ্বল ছবিতে ফেমবন্দি মিরাজ-ইমরুল। ছবি- ভিডিও থেকে নেওয়া

ছবির ফ্রেমে তাদের সঙ্গে আরও কয়েকজন আলেমকে দেখা গেছে। তাদের মধ্যে অন্যতম মুফতি মাওলানা আমির হামজা। হাস্যোজ্জ্বল ছবিতে তিনিও ফেমবন্দি হয়েছেন।

এদিকে শুধু ইমরুল-মিরাজই নন, মিজানুর রহমান আজহারীর সঙ্গে দেখা করেছেন বিপিএলের অনেক ক্রিকেটার ও স্টাফরা। সামাজিক মাধ্যমে ভাইরাল কিছু ভিডিওতে আজহারীর সঙ্গে ছবি তোলার হিড়িকও দেখা গেছে।

mizanur rahman azhari Mahfil

বামে- মাহফিলে ধর্মপ্রাণ মানুষের ঢল, ডানে- মিজানুর রহমান আজহারী। ছবি- সংগৃহীত

শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান পেশ করেন মিজানুর রহমান আজহারী। মাহফিলে সিলেট বিভাগ ও আশপাশের জেলা থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২০২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স