Connect with us
ক্রিকেট

রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম লিখলেন মিরাজ

Mehidy Hasan Miraz registers his name on the Rawalpindi Cricket Stadium honours board
ফাইফার নিয়ে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লেখালেন মিরাজ। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের জন্য ফাইফার মিস করেন মেহেদি হাসান মিরাজ। তবে এবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ উইকেটের দেখার পেয়েছেন এই স্পিনার। এমন কীর্তি গড়ার সুবাদে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লিখেছেন এই অলরাউন্ডার।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। আজ (শনিবার) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিরাজ- তাসকিনদের আগুন ঝরানো বোলিংয়ে ২৭৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের পক্ষে ২২.১ ওভারে দুই মেডেনসহ ৬১ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন মিরাজ। এ নিয়ে তৃতীয়বারের মতো বিদেশের মাটিতে ফাইফার পেয়েছেন এই স্পিনার।

আরও পড়ুন:

» ভুটানের উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পাহাড়ে চড়ল বাংলাদেশ দল

» মিরাজের ফাইফার ও তাসকিন স্পিডে গুটিয়ে গেল পাকিস্তান 

এদিন ম্যাচের শুরুতে তাসকিনের আঘাতের পর সাইম আইয়ুব ও শান মাসুদের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ধীরে ধীরে বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে থাকে তাদের জুটি। তবে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও ওপেনার সাইম আইয়ুব তার বলেই আউট হয়ে ফিরেছেন।

লাঞ্চের পর শান মাসুদকে ফিরিয়ে ১০৭ রানের জুটি ভাঙেন মিরাজ। এর কিছুক্ষণ পরেই ফেরান সাইম আইয়ুবকে। এছাড়া শেষদিকে আরো তিনটি উইকেট নিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই স্পিনার।

পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়ে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম লিপিবদ্ধ করার সম্মাননা পেয়েছেন মিরাজ। যেখানে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের নামও রয়েছে। এছাড়া সাকলাইন মুশতাক, স্টুয়ার্ট ম্যাকগিল, কোর্টনি ওয়ালশদের মতো কিংবদন্তি ক্রিকেটাররাও নাম লিখিয়েছিলেন এই বোর্ডে।

এ নিয়ে টানা দুই বছর পাকিস্তানের স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লেখার সম্মাননা পেলেন মিরাজ। গত বছর এশিয়া কাপে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন এই অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট