Connect with us
ক্রিকেট

দল গোছানোর কাজ মিরাজদের, পরামর্শ দিতে চান ফারুক

Faruk Ahmed-Miraz
ফারুক আহমেদ-মেহেদি হাসান মিরাজ। ছবি- সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিং, অধিনায়কত্ব সব জায়গাতেই নৈপুণ্য দেখিয়েছেন এই তারকা। সাকিবের পর বাংলাদেশের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয় মেহেদি হাসান মিরাজকে। এতদিন ব্যাটে-বলে নৈপুণ্য দেখালেও এবার অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন এই অলরাউন্ডার।

অধিনায়ক হিসেবে মিরাজের যাত্রা শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই। গত আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেতে সাদা বলের ক্রিকেট অধিনায়ক হিসেবে অভিষেক হয় মিরাজের। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটেও অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে এই অলরাউন্ডারের।

নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম না থাকায় অ্যান্টিগা টেস্টের একাদশে কয়েকটি পরিবর্তন এসেছে। মুশফিকের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দীপু। তবে শান্তর পরিবর্তে কোনো বাড়তি ব্যাটার নেয়নি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লম্বা ব্যাটিং অর্ডার থাকলেও এই টেস্টে একজন বাড়তি পেসার নিয়ে দল সাজানো হয়েছে।

আরও পড়ুন:

» যুব এশিয়া কাপ-বিশ্বকাপ দুটোই জিততে চান আজিজুল তামিম 

» মুশফিককে ঘিরে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

নতুন অধিনায়কের অধীনে কেমন হলো একাদশ, দল গোছানোর সিদ্ধান্ত অধিনায়ক বা টিম ম্যানেজমেন্টের নাকি এখানে বিসিবি সভাপতিও জড়িত আছে সে বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

টিমের ব্যাটিং অর্ডার কিংবা দল গোছানো এসব দায়িত্ব অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের। এসব সিদ্ধান্তে বিসিবি সভাপতির কোনো হাত নেই। তবে সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক হিসেবে পরামর্শ দিতে চান ফারুক।

আজ (শনিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘মিরাজের সঙ্গে আমার কথা হয়েছে। তবে দলের ব্যাটিং অর্ডারের বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত নেই না। এগুলো যারা দায়িত্বে আছে তাদের কাজ। সাবেক অধিনায়ক কিংবা সাবেক প্রধান নির্বাচক হিসেবে আমি আমার অভিজ্ঞতাটা এখানে শেয়ার করতে পারি। তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদেরই (অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট)।’

অ্যান্টিগা টেস্টে টস জিতে ফিলিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম দিনে ৫ উইকেটে ২৫০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ (শনিবার) দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের দুই উইকেট তুলে নিয়েছে টাইগাররা। প্রথম সেশনের খেলা শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ ১১০ ওভারে ৭ উইকেটে ৩৩৬ রান।

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট