টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ব্যাটে বলে দারুণ ফর্মে রয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা এই অলরাউন্ডার এবার ডাক পেয়েছেন ইংল্যান্ডের কাউন্টি লিগে। সেখানে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন মিরাজ নিজেই। জাতীয় দলের কোনো ম্যাচ না থাকলে আগামী আগস্টের শুরুতে ক্লাবটির হয়ে ৫০ ওভারের লিগ খেলতে যাবেন টাইগার স্পিন অলরাউন্ডার।
মিরাজ জানিয়েছেন, সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ খেলার সময় সতীর্থ জ্যাক লিনটটের মাধ্যমে এই প্রস্তাব পেয়েছেন তিনি। কাউন্টি দল ওয়ারউইকশায়ারে হয়ে খেলেন জ্যাক লিনটটও।
মিরাজ বলেন, আমার কাছে যে প্রস্তাবটি এসেছে, এটা পুরোটাই নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর। এখন আমার মনোযোগ আসন্ন আফগানিস্তান সিরিজ নিয়ে। সিরিজটি সামনে রেখে অনুশীলন শুরু করেছি। আশা করছি আফগানদের বিপক্ষে ভালো করবো।
এদিকে সাম্প্রতিক পারফরম্যান্স এর বিচারে মিরাজের শনি তুঙ্গে আছে। ভারতের বিপক্ষে ঘরের মাঠে নিশ্চিত পরাজয়ের ম্যাচে জয় ছিনিয়ে এনেছিলেন মিরাজ। এছাড়া ওই সিরিজেই দুর্দান্ত সেঞ্চুরি হাকিয়ে একম্যাচ হাতে রেখেই সিরিজ জেতে বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজেও মিরাজ ভালো খেলেছেন।
প্রসঙ্গত, আগামী জুনেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ১৪ জুন মিরপুরের মাঠে গড়াবে একমাত্র টেস্ট। এরপর দ্বিতীয় দফায় হবে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/২১মে/এসএ