দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ইতি টানার কথা ছিল সাকিব আল হাসানের। তবে নানা নাটকীয়তার পর নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরা হয়নি সাকিবের। ফলে শেষ মুহূর্তে স্কোয়াড থেকেও বাদ পড়েন এই তারকা। ফলে কানপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে থাকলো।
মিরপুর টেস্টে না থেকেও আছেন সাকিব। ম্যাচের আগেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। ম্যাচের পরও বেশ আলোচনায় রয়েছেন এই তারকা অলরাউন্ডার।
মিরপুর টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সেখানে তার কাছে সাকিবের বিদায়ী টেস্টে খেলার বিষয়ে জানতে চাওয়া হয়। তখন সবাইকে সাকিবের পাশে থাকার আহ্বান জানান এই অলরাউন্ডার।
আরও পড়ুন:
» এল ক্ল্যাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ
» সহজ স্বীকারোক্তি দিয়ে ম্যাচ হারের দায় এড়ালেন শান্ত
» ফাইনালে খেলা নিয়ে মুখ খুললেন বেনজেমা
মিরাজ বলেন, ‘সাকিব ভাইয়ের ইস্যুটি কারও অজানা নয়, এ বিষয়ে আমরা সবাই অবগত। সে একজন কিংবদন্তি ক্রিকেটার। তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক অর্জন করেছে। আমরা সবাই এটা জানি। যেহেতু তিনি একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আমাদের সবার উচিত তার পাশে থাকা।’
মিরপুর টেস্টে ৭ উইকেটে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। তবে আরো বাজেভাবে হারতে পারতো স্বাগতিকরা। দলীয় ১১২ রানে ৬ উইকেট হারানোর পর ইনিংস ব্যবধানে হার অনেকটা নিশ্চিত ছিল। তবে মেহেদি হাসান মিরাজ ও জাকের আলী অনিকের দুর্দান্ত জুটিতে লজ্জার হার এড়ায় টাইগাররা। মিরাজ ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও, তার ৯৭ রানের লড়াকু ইনিংসে ভর করেই শতরানের বেশি টার্গেট দাঁড় করায় টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/বিটি