পাকিস্তানের বিপক্ষে টেস্টে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। তাদের ঘরের মাটিতে টানা দুই টেস্টে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। এই ঐতিহাসিক জয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ফলে সিরিজ সেরার পুরস্কারটিও উঠেছে তার হাতে।
তবে সিরিজ সেরার পুরুষ্কারের প্রাপ্ত অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া এক রিকশাচালকের পরিবারকে এই অর্থ দান করার ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। এর আগে মুশফিকুর রহিম তার ম্যাচসেরার অর্থ বন্যার্তদের মাঝে দান করেছিলেন।
আজ ম্যাচজয়ের পর এক ফেসবুক বার্তায় মিরাজ বলেন, আমার ‘ম্যান অব দ্যা সিরিজ’ পুরুষ্কারের প্রাপ্ত অর্থ তুলে দিতে চাই আন্দোলনে শহীদ হওয়া এক রিকশাচালক ভাইয়ের পরিবারের হাতে।
আরও পড়ুন:
» সিরিজ জয়ের পর শান্তদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
» বাংলাদেশের ইতিহাস গড়া জয়, হোয়াইটওয়াশের লজ্জা পেল পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মিরাজ। দুই টেস্টে কেবল দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি। যেখানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৭ এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার।
এছাড়া বল হাতে প্রথম টেস্টে পাঁচটি এবং দ্বিতীয় টেস্টেও পাঁচটি উইকেট শিকার করেছেন মিরাজ। যেখানে একটি ফোরফার এবং একটি ফাইফারও রয়েছে।
আজ (মঙ্গলবার) রাওয়ালপিন্ডিতে টেস্টের পঞ্চম দিনে ১৪৩ রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের দিন দলকে দুর্দান্ত শুরু এনে দেওয়া জাকির হোসেন দিনের শুরুতে ফিরে গেলেও অন্যান্য ব্যাটারদের কল্যাণে ৬ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম টাইগার্স।
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/বিটি