আজকের (২৮ আগস্ট) ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর। শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার উল্লাসে মেতেছে মারুফুল হকের দল। প্রথম বারের মত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ।
গত আসরেও ফাইনালে উঠেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু ভারতের কাছে হেরে সেবার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশি যুবাদের। তবে এবার তেমনটি ঘটেনি, যোগ্য দল হিসেবেই শিরোপা উঁচিয়ে ধরেছে মিরাজুল-রাহুলরা। ইতিহাস গড়া এই টুর্নামেন্ট জয়ে সবচেয়ে বেশি অবদান যার তিনি হলেন ফরোয়ার্ড মিরাজুল ইসলাম।
দলের হয়ে সদ্য শেষ হওয়া আসরটিতে ৪ ম্যাচে মিরাজুলের গোল সংখ্যা ৪ টি ও অ্যাসিস্ট ২ টি। পুরো আসরে শুধু সেমিফাইনালে ভারতের বিপক্ষে গোলের দেখা পাননি। এরপরও আসরে ৪ গোল করে এককভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তিনি।
পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও উঠেছে উদীয়মান এই তারকার হাতে। ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি আসরে মোট ৪ গোল ও ২ অ্যাসিস্ট ছিল তার। ফাইনালে দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক থেকে গোল করেছিলেন। টুর্নামেন্টে গোলে অবদান রাখার হিসেবে তার উপরে আর কেউই নেই। তাই সেরা ফুটবলার হিসেবেও মিরাজুলের নামই ঘোষণা করা হয়।
এছাড়া বাংলাদেশকে সেমিফাইনাল থেকে ফাইনালে তোলার নায়ক গোলরক্ষক মোহাম্মদ আসিফের হাতে উঠেছে সেরা গোলরক্ষকের পুরস্কার। দলের ১ নম্বর গোলরক্ষক শ্রাবণ চোটে পড়ায় ফাইনালেও আসিফই বাংলাদেশ দলের গোলবার সামলান।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/এমএস