Connect with us
ক্রিকেট

মিরপুর শেরে বাংলার পরীক্ষা হবে বিপিএলেই

Mirpur BPL
মিরপুরের উইকেট পেয়েছে ডিমেরিট পয়েন্ট। ফাইল ছবি- ক্রিকটাইম

হোম গ্রাউন্ডে লাগাতার ব্যর্থতার দায় অনেকেই দিচ্ছেন মিরপুরের নিম্নমানের উইকেটকে। দেশের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেট ভেন্যু হলেও এমন উইকেট তৈরি করে বারবার সমালোচনায় পড়ছে মিরপুরের উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে উইকেটের কারণে মিরপুরের স্টেডিয়ামকে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। তবে এবার বিপিএলে মিরপুরের উইকেট পরখ করে দেখতে চায় বিসিবি।

বিভিন্ন সময় ক্রিকেটাররাও মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন। অতিমাত্রায় বোলিং নির্ভর উইকেট হওয়ার লো স্কোরিং ম্যাচ দেখা যায় এখানে। অনেকে অভিযোগ করে টি-টোয়েন্টির জন্য একদমই অনুপযোগী মিরপুরের উইকেট। সিলেট কিংবা চট্টগ্রামের উইকেট মিরপুরের তুলনায় ঢের ভালো। তবে ঢাকায় ক্রিকেটের ব্যস্ততা তুলনামূলক অনেক বেশি থাকাও এর কারণ।

এবার মিরপুরের উইকেটের করুণ দশা নিয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসও কথা বললেন একই সুরে। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যা মনে হচ্ছে মিরপুরের উইকেট নিয়ে এটা খুবই গুরুতর সমস্যা। তবে এখানে তো অনেকগুলো উইকেট আছে। যার কিছু উইকেটে আমার মনে হয় ভালো খেলা সম্ভব এখনও। এটার প্রমাণটা পাওয়া যাবে আগামী বিপিএলে।’

বিপিএলে কি হাই স্কোরিং উইকেট দেখতে চান কিনা এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই দেখতে চাই। বিপিএলে এখানে অনেক রান হোক তাই চাইব। এমন ধরনের উইকেট প্রয়োজন যেখানে রান আসবে। যদি তেমনটা হয় তাহলে মনে করতে হবে এখানে ভালো উইকেট বানানো সম্ভব।’

তবে বিপিএলে রান না আসলে নতুন উইকেট বানানোর বিষয়েও চিন্তাভাবনা রয়েছে বিসিবির। তিনি জানান, ‘আমরা বিপিএলে উইকেট দেখার জন্য অপেক্ষা করছি। যদি আশানুরূপ না হয় তবে আমাদের মনে হয় এখানে আবার নতুন করে উইকেট বানানোর চিন্তা-ভাবনা করতে হবে।’

ব্যস্ত সূচি থেকে বের হয়ে মিরপুরের উইকেটকে কিছুদিন বিশ্রাম দিলে তখন এর মান ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘হ্যা, হতে পারে। কিছু খেলা আমরা চট্টগ্রামে ও সিলেটে দিতে পারি। তবে আমি এখনও সব কিছু ঠিক জানি না। গ্রাউন্ডস কমিটিকে প্রশ্ন করলে হয়ত আরও বেশি তথ্য পাওয়া যাবে।’

তাই বলাই যায় আসন্ন বিপিএলে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট পরীক্ষা করে দেখবে বিসিবি। পরিচর্যা করে উইকেটের মান বাড়ানো না গেলে নতুন উইকেট বানানো হতে পারে এই মাঠে। দেশের ক্রিকেটের হোম অব গ্রাউন্ডে যা এখন সময়ের দাবি।

আরও পড়ুন: এবার পদত্যাগপত্রই জমা দিলেন জিম্বাবুয়ের প্রধান কোচ

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট