Connect with us
ক্রিকেট

মিরপুরের উইকেট টি-টোয়েন্টির জন্য ভালো নয়, বলছেন পারনেল

Wayne parnell talk about mirpur wicket
মিরপুরের উইকেট নিয়ে কথা বলছেন ওয়েন পারনেল। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম থেকে বিপিএল ফিরেছে মিরপুরে। প্লে অফের ম্যাচসহ ফাইনাল হবে এখানেই। তার আগে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ গতকাল হয়ে গেছে মিরপুরেই। হোম অব গ্রাউন্ডের চেনা উইকেট দেখা গেছে এদিনও। গ্রুপ পর্বের এই শেষ দুই ম্যাচই হয়েছে লো স্কোরিং। ম্যাচ শেষে তাই সংবাদ সম্মেলনে এসে খুলনার বিদেশি খেলোয়াড় ওয়েন পারনেল উইকেট নিয়ে জানালেন নিজের অভিযোগ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পারনেল বলেন, ‘প্রথমত চট্টগ্রামের উইকেট বেশ ভালো ছিল। যা ব্যাটারদের জন্য ভালো। অবশ্যই বোলারদের জন্য চ্যালেঞ্জিং ছিল সেই উইকেট। দর্শকরা টি-টোয়েন্টি ক্রিকেট দেখে হাইস্কোরিং ম্যাচ দেখার জন্য। আমার মনে হয় না কেউ ১৩০-১৪০ রানের ম্যাচ দেখতে চায়।’

পারনেল আরও বলেন, ‘একজন বোলার হিসেবে বলতে গেলে এটি আমাদের জন্য কঠিন। তবে আমি যদি জানি যে এখানে হাইস্কোরিং ম্যাচ হবে তাহলে আমার জন্য এটি চ্যালেঞ্জিং হবে। দর্শকদের জন্য এবং ব্যাটারদের জন্য বিষয়টি ভালো। বড় রান করার ক্ষেত্রে কীভাবে ইনিংস গড়তে হবে এসব বিষয়গুলো ব্যাটাররা শিখতে পারবে।’

‘যেকোনো টুর্নামেন্টে ভালো উইকেট থাকলে সবাই ভালো করার জন্য চাপে থাকে। যখন উইকেট ভালো থাকবে ব্যাটারদের বড় রান করার চাপ থাকবে। বোলাররাও চেষ্টা করবে ব্যাটারদের আটকে রাখার। অনেক সময় বাজে বল করে এমন উইকেটে পার পেয়ে যাওয়া যায়। এটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ভালো নয়।’

তিনি আরও যোগ করেন, ‘এখানে কিছুটা ভিন্ন ধরনের দক্ষতা নিয়ে আসতে হবে আপনাকে। বেশিরভাগ ব্যাটার এখানে ১০০ এর চেয়ে সামান্য বেশি স্ট্রাইকরেটে ব্যাট করছিল। আগের ম্যাচটাও তো লো স্কোরিং হল। এমন ম্যাচ দেখাটা আসলেই বেশ কঠিন। আমার মনে হয় সবাই হাইস্কোরিং ম্যাচ দেখতে চায়।’

আরও পড়ুন: বিপিএলের প্লে-অফে কে খেলবে কার সঙ্গে, জেনে নিন লাইনআপ

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট