Connect with us
ক্রিকেট

বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন মিসবাহ-শোয়েব

Misbah-Shoaib praised Bangladeshi cricketers
বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করেছেন মিসবাহ-শোয়েব মালিকরা। ছবি- সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল (১৩ জুন) নেদারল্যান্ডসের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচে ডাচদের ২৫ রানে হারিয়েছে টাইগাররা। এদিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। তাদের পারফরম্যান্সে ভর করেই জয় পেয়েছে বাংলাদেশ। 

এদিন টাইগারদের হয়ে ব্যাট ৪৬ বলে ৬৪ রান করেন সাকিব। যা ছিল দলের হয়ে সর্বোচ্চ রান। আর বল হাতে দুর্দান্ত করেছেন রিশাদ ও মুস্তাফিজ। রিশাদ ৪ ওভারে ৩৩ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। অন্যদিকে মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন। তাদের এমন পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক ও শোয়েব মালিক।

পাকিস্তানভিত্তিক ‘হাম স্পোর্টস’-এর অনুষ্ঠান ‘দ্য ফ্লিক’-এ উপস্থিত হয়ে বাংলাদেশের জয় প্রসঙ্গে কথা বলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। এ সময় রিশাদ-মুস্তাফিজদের দুর্দান্ত বোলিং নিয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজ দারুণ বোলিং করেছে। ওখানের উইকেট অনেকটা বাংলাদেশের মতোই। তাই ব্যাটাররা তার স্লোয়ার বুঝতেই পারেনি। রিশাদও অনেক দারুণ করেছে। পরের ম্যাচ (নেপালের বিপক্ষে) জিতে যদি বাংলাদেশ সুপার এইটে যায়, ওয়েস্ট ইন্ডিজে তারা খুব কার্যকর হতে পারে। সেখানের কন্ডিশন তাদের জন্য মানানসই হবে।’

আরও পড়ুন: 

» নেপালকে হারিয়ে সমর্থকদের ঈদের আনন্দ আরও বাড়াতে চান সাকিব

» সাকিবের ম্যাচসেরা পারফরম্যান্স নিয়ে শিশিরের পোস্ট 

এছাড়া সাকিবের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘সাকিব অনেক বছর ধরে খেলছে। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে। নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে এটা (রান পাওয়া) খুব দরকার ছিল। পাশাপাশি দলের জন্যও তার ছন্দে ফেরাটা জরুরি ছিল। তার ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ এবং সে বেশ দায়িত্ব নিয়ে রান করেছে। শুরুতে উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশকে ভালো সংগ্রহ গড়তে দারুণ ভূমিকা রেখেছে তার ইনিংস।’

সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকও। তিনি মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করে বলেন, ‘ ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে স্পিনাররা ভালো করে। সেখানে বাংলাদেশের বোলিং আক্রমণ দারুণ ছিল। বাংলাদেশ দলে মুস্তাফিজ আছে। তার স্লোয়ার বল আগে যারা খেলেনি তাদের জন্য বুঝা কঠিন। এই ম্যাচেও সেটাই দেখা গেছে। এ কারণেই সে অনেক কম রান দিয়েছে।’

ক্রিফোস্পোর্টস/১৪জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট