ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নিশ্চিত ভাবে বলা যাচ্ছিল না কী হবে চূড়ান্ত ফলাফল। এমন একটা রোমাঞ্চকর ম্যাচের উপহার দিল রিয়াল মাদ্রিদ। যেখানে এক পর্যায়ে মনে হচ্ছিল এই ম্যাচে বোধহয় পরাজয়ই সঙ্গী হবে বর্তমান চ্যাম্পিয়নরা। কেননা ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল দুর্ভাগ্য সঙ্গী করে আজ মাঠে নেমেছে তারা।
ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। তবে গোল পোস্টে টার্গেট করে পেনাল্টি মিস করে বসেন জুড বেলিংহাম। এরপর আবার প্রতিপক্ষ গোলরক্ষককে ফাউল করে লাল কার্ড দেখে বসেন ভিনিসিয়ুস জুনিয়র।
খেলার ৮৪তম মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ সমতা ফেরায় বদলি নামা ফুটবলার লুকা মদরিচের গোলে। এরপরে যোগ করা সময়ে দলকে এগিয়ে দেন পেনাল্টি মিস করা বেলিংহাম। এগিয়ে গিয়েও শেষ বাঁশি বাজে আগ পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারেনি রিয়াল। শেষ মুহূর্তে ভ্যালেন্সিয়ার এক আক্রমণ গোল পোস্টে প্রতিহত না হলে বদলে যেতে পারতো ফলাফল।
এদিকে দারুন এই জয়ে নতুন বছরে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৪১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় অবস্থানে। ১২ জানুয়ারি পর্যন্ত আতলেতিকো মাদ্রিদের লিগে কোনো ম্যাচ না থাকায় সে পর্যন্ত শীর্ষস্থান নিশ্চিন্তে ধরে রাখবে রিয়াল। আর ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে বার্সেলোনা।
এদিন ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া মিডফিল্ডার হাভিয়ের গেররার নেয়া আড়াআড়ি শট কোনো রকমে ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। কিন্তু বক্সের মধ্য থেকে দুরোর ফিরতি শট আর ঠেকাতে পারেননি তিনি। অবশ্য প্রথমার্ধেই একাধিক ভালো সুযোগ পেয়েছিল রিয়াল। তবে প্রতিবারই গোল বঞ্চিত হয় প্রতিপক্ষের রক্ষণ এবং বল লক্ষ্যে রাখতে না পারার বদৌলতে।
আরও পড়ুন:
» জাতীয় দলের অধিনায়কত্ব প্রসঙ্গে ইতিবাচক মেহেদী মিরাজ
» চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের নেতৃত্বে কে জানাল বিসিবি
বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের বক্সের মধ্যে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত আর সেটা কাজে লাগানো হয়নি জুড বেলিংহামের টার্গেট মিসে। তবে দুর্ভাগ্যজনক পিছুই ছাড়ছিল না রিয়ালের। তাই কিছুক্ষণ বাদেই দারুন একটি আক্রমণ থেকে এমবাপ্পে গোল করলেও সেটি কাটা পড়ে অফসাইডের ফাঁদে।
তবে ম্যাচের ৮৫ মিনিটে বেলিংহামের পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান লুকা মদরিচ। এরপর যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে দেন বেলিংহাম। অবশ্য এই গোলে বড় ভূমিকা রেখেছে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুল পাস। বক্সের কিছুটা কাছে থেকে সেই সুযোগে বল পেয়ে যান বেলিংহাম। তবে এবার আর কোন ভুল না করে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে জয়ের আনন্দে মাতান লস ব্লাঙ্কোসদের।
ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৫/এফএএস