বাংলাদেশকে ২-০ এতে হারিয়ে বিশ্বকাপে এসেছে নিউজিল্যান্ড। তবুও বিশ্বকাপে বাংলাদেশকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার। টানা দুই ম্যাচ জিতেও কোনো ছাড় দিতে চান না তারা।
বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে বিধ্বস্ত করে এবং দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সাথে খুব সহজেই জয় তুলে নেয় স্যান্টনাররা। দুই ম্যাচে মোট ৭ টি উইকেট তুলে নিয়েছে ৩১ বছর বয়সী স্পিনার স্যান্টনার।
আসরে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে না স্যান্টনার। বাংলাদেশকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছে তিনি।
স্যান্টনার বলেন, ‘আমরা জানি যে চেন্নাইয়ের উইকেট কিছুটা স্পিনপ্রবন। আর সামনে চেন্নাইয়ে আমাদের দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে। উভয় দলেই ভালো মানের স্পিনার রয়েছে। তাই উভয় ম্যাচেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’
তবে দিবা-রাত্রি ম্যাচ হওয়ার কারণে রাতে শিশির ম্যাচে কিছুটা প্রভাব ফেলতে পারে। তাছাড়া বাংলাদেশের বোলিং ইউনিট অনেকটাই শক্তিশালী। যেকোন সময় ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।
নিউজিল্যান্ড থেকে ভারতের কিছুটা মাঠ ভিন্ন হলেও চেন্নাইয়ের মাঠ সম্পর্কে তার ভালোই ধারণা রয়েছে। কারণ চেন্নাইয়ের হয়ে কয়েকটি মৌসুমে আইপিএল খেলেছেন তিনি। তাছাড়া ভারতের মাটিতে যে ধরনের আক্রমণাত্মক বোলিং করতে হয় তা সম্পর্কেও তার ভালো ধারণা রয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম.এ. চিদম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে কিউইরা।
আরও পড়ুন: শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব, এগিয়েছেন মুশফিক
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৩/এমটি/এজে