ইতিহাসে এবারই প্রথম ভারতের বাইরে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। আজ (১৯ ডিসেম্বর) আরব আমিরাতের দুবাইয়ে বসেছে আসন্ন ২০২৪ আইপিএলের মিনি নিলাম। এই মিনি নিলামেই আজ বড় এক কান্ডের সাক্ষী হলো সবাই। আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
চলমান নিলামের জন্য মোট ৩৩৩ জন ক্রিকেটারের নাম জমা পড়েছিল। তবে সেখানে মাত্র ৭৭ জনের স্লটে মোট ক্রিকেটার বেঁচা-কেনা হবে। যেখানে ৩০ জনের স্লট থাকবে শুধু বিদেশী ক্রিকেটারদের জন্য। কাগজে এটি মিনি নিলাম হলেও এই মিনি নিলামেই নতুন করে ইতিহাস গড়লো আইপিএল।
এতদিন আইপিএলে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার ছিলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন। ২০২৩ সালেই সাড়ে আঠারো কোটি রুপিতে পাঞ্জাব কিংসে পাড়ি জমানো কারেন অবশ্য রেকর্ডটি বেশি দিন অক্ষত রাখতে পারলেন না। স্যাম কারেনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন অজি কাপ্তান এবং বোলিং অলরাউন্ডার প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ।
তবে ঘন্টাখানেক পরই প্যাট কামিন্সের রেকর্ড ভেঙ্গে দেন তারই জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ক। কলকাতা ও গুজরাটের লড়াইয়ে শেষ পর্যন্ত আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভেড়ায় কলকাতা। সর্বোচ্চ ২ কোটি বেইজ প্রাইসেই তাকে নিলামে তালিকাভুক্ত করা হয়েছিল।
এছাড়া চেতন সাকারিয়াকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। তবে এবার দল পাননি ২ কোটি বেইস প্রাইসে থাকা কলকাতার সাবেক পেসার লকি ফার্গুসন।
আরও পড়ুন: এবার আইসিসির নিয়মই পাল্টে দিলো আইপিএল
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৩/এমএস/এমটি