Connect with us
ফুটবল

রিয়ালের সঙ্গে নতুন করে এক বছরের চুক্তি করলো মদরিচ

Luka Modric and Florentino Perez
নতুন করে এক বছরের চুক্তি করেছে মদরিচ। ছবি - সংগৃহীত

সবশেষ মৌসুম শেষে অনেকেই ভেবেছিলেন হয়তো লুকা মদরিচের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি ঘটে গেল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ৩৮ বছর বয়সে ফের স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে নতুন এক বছরের চুক্তি সম্পন্ন করেছেন ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী লুকা মদরিচ। ক্লাবের সঙ্গে তার নতুন এই চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন।

রিয়ালের সঙ্গে গতকাল (১৭ জুলাই) নতুন চুক্তিটি সম্পন্ন করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ বিষশটি নিশ্চিত করেছে, ‘দলের নতুন অধিনায়কের সঙ্গে আমরা নতুন করে এক বছরের চুক্তি সম্পন্ন করেছি। লুকা মদরিচ রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত থাকছেন।’

আরো পড়ুন : ব্যর্থ সাকিবকে বসিয়ে রেখে জয় পেল নাইট রাইডার্স

এই ৩৮ বছর বয়সে এসেও এখনো রিয়ালের মাঝ মাঠের অন্যতম ভরসার প্রতীক ক্রোয়াট ম্যাজিশিয়ান। গত মৌসুমটা দলের হয়ে দুর্দান্ত কাটিয়েছেন মদরিচ, জিতেছেন ৩ টি শিরোপা। তাই গত মাসের ৩০ জুন তার সবশেষ করা এক বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও ফের চুক্তি করতে সম্মত হয় ইউরোপীয় জায়ান্টরা। আর এখনও যে তিনি যে কোন ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন তার প্রমাণ তো তিনি অসংখ্যবার রেখেছেন।

লুকা মদরিচ ২০১২ সালে প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়ালে তার ১২ বছরের ক্যারিয়ারে মোট ২৬ টি শিরোপা জিতেছেন। অথচ তিনি যে মৌসুমে রিয়ালে পাড়ি জমান, সেবার স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ মৌসুমের সবচেয়ে বাজে দলবদল হিসেবে তার নাম উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছিল। লস ব্লাঙ্কোসদের হয়ে মদরিচ ২০১৮ সালে ব্যালন ডি’অর ও জেতেন।

ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল