ম্যানচেস্টারে ইংল্যান্ড-মধ্যে চলমান অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে বল এবং ব্যাট হাতে দারুণ খেলেছেন মঈন আলি। এবার এই ইংলিশ অলরাউন্ডার টেস্ট ইতিহাসে জায়গা করে নিয়েছেন।
যে সব অলরাউন্ডার টেস্ট ইতিহাসে ৩ হাজার রান এবং ২০০ উইকেট নিয়েছেন এবার তাদের কাতারে স্থান করে নিয়েছেন মইন। ম্যানচেস্টার টেস্টে অনবদ্য অর্ধশতরানের ইনিংস খেলে এই তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার। টেস্টে মঈনের আগে এমন কীর্তি গড়েছে মাত্র ১৫ জন ক্রিকেটার।
তবে স্পিনার হিসেবে এমন মাইলফলক স্পর্শ করেছেন মাত্র চার জন। পঞ্চম স্পিনার হিসেবে নিজের নাম লেখালেন মঈন আলী।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়ার্ন রয়েছেন তালিকার প্রথম স্থানে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন। চারে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পঞ্চম ক্রিকেটার হিসেবে নিজের নাম এই তালিকায় তুলেছেন মঈন আলী।
আরও পড়ুন: এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ
ক্রিফোস্পোর্টস/২১জুলাই/এমএ