চোটের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। চলতি বছরের মে মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ২০২২ সালের পর পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্স করেই জাতীয় দলে সুযোগ করে নিয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।
জিম্বাবুয়ে সিরিজের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি সাইফউদ্দিন। ফলে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি। এরপর থেকেই বাইশ গজের বাইরে আছেন তিনি।
এবার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাইফউদ্দিন। যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে খেলবেন তিনি। এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন এই অলরাউন্ডার। তার খেলার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
» কলম্বিয়ার কাছে হারের পর দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
» সারের হয়ে দ্বিতীয় ইনিংসেও সাকিবের দুর্দান্ত বোলিং
গত ৩০ আগস্ট মাঠে গড়িয়েছে মাইনর ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে মোট ২৬টি দল খেলবে। যেখানে আটলান্টিক কনফারেন্সে সাউদার্ন ও ইস্টার্ন ডিভিশনে ৬টি করে মোট ১২টি এবং প্যাসিফিক কনফারেন্সে সেন্ট্রাল ও ওয়েস্টার্ন ডিভিশনে যথাক্রমে ৮টি ও ৬টি করে মোট ১৪ টি দল অংশ নিয়েছে।
সাইফউদ্দিনের দল আটালান্টা ফায়ার আটলান্টিক কনফারেন্সে সাউদার্ন ডিভিশনে রয়েছে। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তারা, যেখানে ১ জয়ের বিপরীতে হার ২ ম্যাচে।
এদিকে মাইনর ক্রিকেট লিগের কমেন্ট্রি বক্সে দেখা যাবে বাংলাদেশের ধারাভাষ্যকার আতহার আলী খানকেও। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আটালান্টা ফায়ার।
ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৪/বিটি