বিশ্বকাপে ভারতের একাদশে শুরুতে জায়গাই পাচ্ছিলেন না মোহাম্মদ শামি। প্রথম তিন ম্যাচ একাদশের বাইরে থাকার পর চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন। এরপর থেকেই বিশ্বকাপে নিজেকে ভারতীয় একাদশের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলেছেন। গতকাল (বৃহস্পতিবার) তো শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটেরই অংশ বনে গেলেন।
বিশ্বকাপে ভারতের ইতিহাসের এতোদিন সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন যৌথভাবে দুই জন। সাবেক দুই ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ এবং জহির খান উভয়েরই সংগ্রহে ৪৪ টি করে উইকেট ছিল। আর শ্রীলংকার সাথে ম্যাচের আগে শামির সংগ্রহ ছিল ৪০ উইকেট।
লংকানদের বিপক্ষে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে এবার ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেলেন মোহাম্মদ শামি। শ্রীনাথ ও জহির খানকে পেছনে ফেলে ভারতের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৪৫ উইকেট এখন শামির।
শামির এ কীর্তির দিনে ভারতও বিশ্বকাপে নতুন কীর্তির জন্ম দিয়েছে। শ্রীলংকাকে মাত্র ৫৫ রানে অলআউট করেছে রোহিত শর্মার দল। এর ফলে বিশ্বকাপে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড এখন লংকানদের ‘দখলে’।
নিজের প্রথম স্পেল এ বল করতে এসে প্রথম ওভারেই ২ উইকেট তুলে নেন শামি। দুশান হেমন্তকে নিজের তৃতীয় এবং অ্যান্জেলো ম্যাথিউসকে বোল্ড করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন এই পেসার। মাত্র ২৩ রানে ৭ উইকেট হারানো লংকানরা শেষমেশ ৫৫ রানে অলআউট হয়।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ভারত
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৩/এমএস/এজে