দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। সিরিজ রক্ষার দ্বিতীয় টেস্টেও প্রোটিয়াদের চেয়ে ব্যাকফুটে থেকেই খেলতে নামে সফরকারীরা। কিন্তু প্রথম টেস্টে লজ্জার হারের ঝাল ম্যাচের প্রথম ইনিংসেই যেন ঝাড়ল ভারত। টস হেরে বোলিংয়ে আসা ভারত সিরাজ-বুমরাহর বোলিং তোপে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে অলআউট করলো মাত্র ৫৫ রানেই।
ইনিংসের শুরু থেকেই সিরাজ-বুমরাহর সুইং খেলতে গিয়েই পথ হারিয়ে ফেলে প্রোটিয়া টপ অর্ডার। শেষমেশ তাদের বিপক্ষে আর কোন প্রোটিয়া ব্যাটসম্যানই প্রতিরোধ গড়তে পারেনি। ইনিংসে মাত্র ১৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা।
এর মধ্যে ডান হাতি সিরাজ একাই দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম (২), ডিন এলগার (৪) এবং তিন নম্বরে নামা টনি ডি জর্জিকে (২) সাজঘরে ফেরান। পরে আরও তিন উইকেট তুলে নেন এই ভারতীয় পেসার।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান কাইল ভারায়েনে এবং দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন ডেভিড বেলিংহাম। আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি।
সফরকারীদের পক্ষে মোহাম্মদ সিরাজ মাত্র ৯ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন। বাকি ৪ উইকেটের মধ্যে জসপ্রীত বুমরাহ এবং মুকেশ কুমার সমান ২ টি করে পেয়েছেন।
আরও পড়ুন: পাকিস্তান সিরিজেই উইলিয়ামসনকে দলে ফেরালো নিউজিল্যান্ড
ক্রিফোস্পোর্টস/০৩জানুয়ারি২৪/এমএস/এমটি