Connect with us
ক্রিকেট

মোহামেডান-আবাহনী জিতলেও হেরেছে তামিমের গুলশান

DPL 3 match
মোহামেডানের অংকন, আবাহনীর ইমন ও পারটেক্সের বাবু তিন ম্যাচের তিন সেরা

ঢাকা প্রিমিয়ার লিগ- ডিপিএল ক্রিকেটে একই দিন জয় পেয়েছে মোহামেডান ও আবাহনী। তবে এদিন জিততে পারেনি তামিম ইকবালের মালিকানাধীন গুলশান ক্লাব ক্রিকেটার্স।

বৃহস্পতিবার রুপগঞ্জ টাইগার্সকে ৭ উইকেটে হারায় মোহামেডান। আবাহনী ১৬২ রানে জয় পেয়েছে গুলশান ক্লাব ক্রিকেটার্সের বিপক্ষে। আর পারটেক্স স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে হারায় প্রাইম ব্যাংককে।

মিরপুর স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ২২২ রান করে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। জবাবে ৩ উইকেট হারিয়ে ২২৫ রান করে জয় তুলে নেয় মোহামেডান। রুপগঞ্জের অধিনায়ক আল আমিন সর্বোচ্চ ৪১ রান করেন। তানবির হায়দার করেন ৩৭। এবাদত, তাইজুল ও মিরাজ নেন দুটি করে উইকেট।


আরও পড়ুন:

» কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফের শরণাপন্ন পাকিস্তান

» মুশফিককে কিংবদন্তি আখ্যা দিলেন লঙ্কান তারকা ক্রিকেটার


মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল ১৪ রানে আউট হন। রনি করেন ৩৬। জয়ের দুই নায়ক মাহিদুল ইসলাম অংকন ও তাওহীদ হৃদয়। অংকন ৮১ ও হৃদয় ৭৪ রানে নটআউট থাকেন। দুই ম্যাচ খেলে প্রথম জয় পায় মোহামেডান।

এদিন বিকেএসপিতে আবাহনীর ৬ উইকেটে ৩২৩ রানের জবাবে ১৬১তে গুটিয়ে যায় গুলশান ক্লাব। আবাহনীর পারভেজ হোসেন ইমন খেলেন ১২৬ রানের অনবদ্য ইনিংস। ৭২ করেন মিথুন। বোলিংয়ে রাকিবুল ৪টি ও মৃতুঞ্জয় নেন ৩টি উইকেট।

পারটেক্সের বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯৯ রান তোলে প্রাইম ব্যাংক। শামিম হোসেন পাটোয়ারি ৬৯ ও শাহাদাত হোসেন ৬৪ করেন। জবাবে ৭ উইকেট হারিয়ে ৩০৩ রান করে পারটেক্স। আলাউদ্দিন বাবু ৭৮ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সাব্বির রহমান করেন ৫৩। এবারের ডিপিএলে খেলছে ১২টি দল।

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট