Connect with us
ক্রিকেট

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন মঈন আলী

Moin Ali receives honorary doctorate degree
সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত হয়েছেন মঈন আলী। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মঈন আলীর অর্জনের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। এবার ডক্টরেট ডিগ্রি পেলেন এই তারকা। তাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়।

মূলত ক্রিকেটে অসামান্য অবদানের জন্যই মঈন আলীকে এই ডিগ্রি প্রদান করেছে কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়। এই নিয়ে সোমবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছে প্রতিষ্ঠানটি।

সেখানে তারা জানায়, ‘মঈন আলী একজন অসাধারণ ক্রিকেটার। তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক দশকেরও বেশি সময় ধরে খেলেছেন। ক্রিকেট খেলায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ, আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করতে পেরে গর্বিত।’

আরও পড়ুন:

» গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়লেন সাকিব

» ব্যাটিং কোচের অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব পেলেন সালাউদ্দিন 

এই সম্মানসূচক ডিগ্রি পেয়ে বেশ উচ্ছ্বসিত মঈন। তিনি বলেন, ‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি কাটাতে পেরে দারুণ লেগেছে। এছাড়া এখানে আজ আরো যারা ডিগ্রি পেয়েছে আমি তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন মঈন আলী। বিদায়ের আগে ইংল্যান্ডের জার্সিতে ৬৮টি টেস্ট ৩০৯৪ রানের সঙ্গে ২০৪ উইকেট শিকার করেছেন তিনি। ওয়ানডে ফরম্যাটে খেলেছেন ১৩৮টি ম্যাচ, যেখানে ২৩৫৫ রানের পাশাপাশি ১১১টি উইকেট শিকার করেছেন এই তারকা। ইংল্যান্ডের হয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন তিনি।

এছাড়া ৯২টি টি-টোয়েন্টিতে ১২২৯ রানের সঙ্গে ৫১ উইকেট নিয়েছেন মঈন আলী। ২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন এবং ২০১৬ বিশ্বকাপে ইংল্যান্ডের রানার্সআপ দলের সদস্য ছিলেন এই তারকা অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন মঈন আলী। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন এই ৩৭ বছর বয়সী ক্রিকেটার।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট