শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স ছিল খুবই হতাশজনক। খালেদ-নাহিদরা ভালো বোলিং করলেও শান্ত-লিটনদের ব্যাটিং ব্যর্থতাই প্রথম টেস্টে ডুবিয়েছে টাইগারদের।
লিটন-শান্তদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে নিজের দায়িত্ব পালন করেছেন মুমিনুল হক। দুই ইনিংস মিলিয়ে করেছেন ৯২ রান। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে অপরাজিত ছিলেন এই অভিজ্ঞ সিনিয়র। মুমিনুল দায়িত্ব নিলেও অন্যান্য ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণেই প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে দারুণ এক ইনিংস খেলে এবার আইসিসি থেকে সুখবর পেলেন মুমিনুল। আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। আজ (বুধবার) প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে টেস্টে ব্যাটারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন তিনি।
মুমিনুল এগোলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১১ রান করেছেন শান্ত। যার ফলে ৯ ধাপ পিছিয়ে ৫৩ নম্বরে নেমে গেছেন তিনি।
এছাড়া লিটন দাস পিছিয়েন ৭ ধাপ। বর্তমানে যৌথভাবে ২৪ নম্বরে রয়েছেন তিনি। প্রথম টেস্টে ২ ইনিংস মিলিয়ে মাত্র ২৫ রান করেছেন তিনি।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন পেসার খালেদ আহমেদ। প্রথম টেস্টে ৪টি উইকেট শিকার করেছেন তিনি। তবে অবনতি হয়েছে স্পিনার তাইজুল ইসলামের। ২ ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমে গেছেন তিনি।
আরও পড়ুন: টেস্ট দল থেকে বাদ পড়েই ডিপিএলে হৃদয়ের ঝড়ো সেঞ্চুরি
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৪/এমটি