Connect with us
ক্রিকেট

১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মমিনুল

Ipl trophy and logo
মমিনুল হক। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন বাংলাদেশ ক্রিকেট তেমন কোন সাফল্যের দেখা না থাকলেও ব্যাক্তিগত অর্জন উঠে আসছে প্রতিনিয়ত। সেই ধারাবাহিকতায় অ্যান্টিগা টেস্টে দলীয় ভাবে এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে না পারলেও নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন মমিনুল হক।

বাংলাদেশ ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান সংগ্রহ করার কীর্তি গড়েছেন তিনি। মমিনুলের আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তুষার ইমরান এবং নাঈম ইসলাম। তুষার এরই মাঝে অবসর নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন ১০ হাজারী ক্লাবে প্রবেশ করেন মমিনুল হক। শুরুতে বাংলাদেশ ২ উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন তিনি। সেই ইনিংসে ফিফটি করার পথে নতুন এই কীর্তিতে গড়েছেন মমিনুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫২ ম্যাচে ২৬৭ ইনিংস খেলে এখন পর্যন্ত ১০ হাজার ৫ রান করেছেন তিনি।

আরও পড়ুন:

» অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনসহ আজকের খেলা (২৫ নভেম্বর ২৪)

» অ্যান্টিগা টেস্ট : সংবাদ সম্মেলনে কাঁদলেন জাস্টিন গ্রেবস

সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন তুষার ইমরান। তার সংগ্রহ ৩০৭ ইনিংসে ১১ হাজার ৯৭২ রান। আর নাঈম ইসলাম ২৭৮ ইনিংস খেলে করেছেন ১০ হাজার ৬২৪ রান। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেটে এখনও প্রথম শ্রেণীর খেলা চালিয়ে যাচ্ছেন নাঈম ইসলাম।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ পর্যন্ত ৫০ রান করে থামেন মমিনুল। এতে শুরুর ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে টাইগাররা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৬৯ রান। এর আগে প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের সংগ্রহ ছিল ৪৫০ রান। এখন পর্যন্ত ১৪১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট