অভিষেকের পর থেকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এক অবিচ্ছেদ নাম হয়ে উঠেছিলেন মমিনুল হক। তার ব্যাটে নিয়মিত দেখা যেত রানের ফুলঝুড়ি। টানা ফিফটি করার রেকর্ড গড়ে ‘লিটল ব্র্যাডম্যান’ উপাধিও পেয়েছিলেন এই টাইগার ক্রিকেটার। তবে বর্তমানে একদমই ধারাবাহিক নন মমিনুল। আর সেই ধারাবাহিকতায় গড়েছেন বিব্রতকর এক রেকর্ড।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ চলমান রয়েছে জ্যামাইকায়। বৃষ্টিতে আউটফিল্ড প্রস্তুত না থাকায় দিনের প্রথম দুই সেশন ভেস্তে যায়। তবে এরপর মাঠে নেমেই শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ দল। মাত্র ১০ রানে ২ উইকেট হারায় মেহেদী মিরাজের দল। যেখানে ডাক মেরে সাজঘরে ফেরেন মমিনুল।
এদিন মাত্র ৩ রান করে বিদায় দেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপরেই তৃতীয় নম্বরে ব্যাট করতে আসেন মমিনুল। তবে দলের বিপদে হাল ধরতে পারেননি তিনি। ৬ বল খেলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান কেমার রোচের বলে। খুলতে পারেননি রানের খাতা। আর এতেই গড়েছেন শূন্য রানের এক বিব্রতকর রেকর্ড।
বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে বেশি বার শূন্য রান করে আউট হলেন মমিনুল হক। এখন পর্যন্ত খেলা ৬৯ ম্যাচের ১৭ ইনিংসে কোন রান না করেই নিজের উইকেট বিলিয়ে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের নামের পাশে। যেখানে তিনি ৬১ ম্যাচে ডাক মেরেছিলেন ১৬ বার।
আরও পড়ুন:
» শুরুর ধাক্কা সামলে সাদমান-দিপুর জুটিতে প্রথম দিন পার করল বাংলাদেশ
» বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ম্যাচসহ আজকের খেলা (১ ডিসেম্বর ২৪)
পরবর্তী স্থানে সমান ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন তিন ক্রিকেটার। যেখানে মুশফিকুর রহিম বাদে বাকি দুজন স্বীকৃত ব্যাটার নন। তারা হলেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। এদিকে সর্বোচ্চ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩ বার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করার রেকর্ড ঠিকই রয়েছে মমিনুলের নামে।
গতরাতে মমিনুল হক কোন রান না করে বিদায় নিলে বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। ১০ রানে ২ উইকেট হারানোর পর শাহাদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। তাদের ব্যাটে ভর করে দিনের একমাত্র সেশনে আর কোন উইকেট না হারিয়ে ৬৯ রান স্কোরবোর্ডে জমা করে বাংলাদেশ।
আর তার মাঝেই সাদমান ইসলাম তুলে নিয়েছেন নিজের পঞ্চম টেস্ট ফিফটি। দিনশেষে ১০০ বলে ৫০ রান করে অপরাজিত রয়েছেন তিনি। উইকেটের ওপর প্রান্তে থাকা দিপু খেলছেন চূড়ান্ত মাত্রার টেস্ট। যেখানে ৬৩ বল মোকাবেলা করে তিনি করেছেন মাত্র ১২ রান। আজ রাত ৮টা ৪৫ মিনিটে দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৪/এফএএস