বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল নিউজিল্যান্ড। সে সিরিজের এক ওয়ানডেতে নিউজিল্যান্ডের ইশ সোধিকে মানকাড আউট করে বসেন পেসার হাসান মাহমুদ। পরে অবশ্য অধিনায়ক লিটন দাস সে আউটের আবেদন ফিরিয়ে নেয়ায় পুনরায় ব্যাটিংয়ে আসেন সোধি।
আজ (মঙ্গলবার) সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেখানেই হয়তো বিশ্বকাপের আগে করা ‘উপকার’ এর প্রতিদান দিলেন ব্ল্যাক ক্যাপসরা। যদিও দুই ঘটনার সংস্করণ দু’টি আলাদা।
আজ প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই ব্যাট করা বাংলাদেশের তখন ব্যাটিংয়ের ৩৯ তম ওভার চলে। বল হাতে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল বল ছাড়ার আগেই দেখা যায় নন স্ট্রাইক প্রান্তে থাকা মুমিনুল হক লাইন থেকে কিছুটা বের হয়ে আসেন। ফলে মানকাডিং আউট করার সুযোগ আসে কিউই স্পিনারের সামনে। কিন্তু এজাজ প্যাটেল সুযোগটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন।
নন স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যানরা সাধারণত সব সময়ই রান নেয়ার একটি প্রস্তুতি নিয়ে রাখেন। তবে বোলার বল ছাড়ার পূর্বে নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান যদি লাইন ছেড়ে বেরিয়ে যান তবে বোলার বৈধভাবেই তাকে আউট করতে পারেন। তবে বিষয়টি অনেকটাই ফিল্ডিংয়ে থাকা দলের ইচ্ছা-অনিচ্ছার উপর নির্ভর করে।
আজও কিউই স্পিনার এজাজ প্যাটেল বল করার আগেই ক্রিজ থেকে বেরিয়ে পড়েন মুমিনুল। বিষয়টি বোলার লক্ষ্য করেই বল না করে দাঁড়িয়ে যান, পরে মুমিনুলও বিষয়টি বুঝতে পেরে ক্রিজে ফিরে আসেন। এই বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কিছুটা হাস্যরসও হয়। জীবন পেয়েও মুমিনুল অবশ্য তার ইনিংস তেমন একটা বড় করতে পারেননি। গ্লেন ফিলিপসের বলে ব্যক্তিগত ৩৭ রান করে সাজ ঘরে ফেরেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপেই আরেকটি বিরল আউট হওয়ার ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই প্রথম সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে শ্রীলংকার অ্যান্জেলো ম্যাথিউস ‘টাইমড আউট’ এর শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এতে ক্রিকেট বিশ্বে সাকিবকে নিয়ে অবশ্য তুমুল আলোচনা-সমালোচনার জন্মও হয়। বিশ্বকাপের সেই আলোচিত আউটের রেশ কাটতে না কাটতেই আরেকটি নতুন ঘটনা ঘটতে যাচ্ছিলো বাংলাদেশে।
আরও পড়ুন: বিশ্ব জয়ের স্বপ্নভঙ্গ খুদে মেসিদের, ফাইনালে জার্মানি
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এমএস/এমটি