Connect with us
ফুটবল

উয়েফা থেকে দুঃসংবাদ পেলেন মোরাতা ও রদ্রি

মোরাতা ও রদ্রি। ছবি- সংগৃহীত

সম্প্রতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে স্পেন। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জয়ের পর এবার ভিন্ন এক কারণে শাস্তি পেল স্প্যানিশ দুই ফুটবলার। মূলত মাঠের বাইরে আচরণবিধি ভেঙ্গের দায়ে আলভারো মোরাতা ও রদ্রিকে নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা।

মূলত ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর স্পেনের এই দুই ফুটবলারের উদযাপন নিয়ে উঠেছিল প্রশ্ন। নিজ দেশের শহর মাদ্রিদে ফিরে গিয়ে সমর্থকদের সঙ্গে তারা গিয়েছিলেন বিতর্কিত একটি গান। যেই গানের মধ্যে বলা হয় ‘জিব্রাল্টার স্পেনের অংশ’। স্পেনের দক্ষিণ অংশের সঙ্গে জিব্রাল্টার লাগোয়া হলেও এটি মূলত ব্রিটিশ অঞ্চল।

এমন কোন কাজ যা ফুটবলের উদযাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কিংবা ফুটবলের চেতনাকে বিতর্কিত করে, এমন কিছু করলে ফুটবলারদের পড়তে হয় শাস্তির মুখে। আর এই অপরাধেই মোরাতা ও রদ্রিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফে। আগামী সূচিতে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

গেল ইউরোয় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে স্পেন। গোটা আসরে অপরাজেয় থেকেই চ্যাম্পিয়ন হয় তারা। শিরোপা জয়ের পথে দলকে নেতৃত্ব দারুন দেন অভিজ্ঞ ফরোয়ার্ড মোরাতা। এদিকে অসাধারণ খেলেছেন স্প্যানিশ ফুটবলার রদ্রিও। টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কারটিও উঠেছিল এই মিডফিল্ডারের হাতে।

সম্প্রতি সময়ে কোপা আমেরিকা জয়ের পর উদযাপনে ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী ও বিতর্কিত গান গাওয়ার অভিযোগে শাস্তি পেয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ। এবার অনেকটা একই ধরনের কাজ করে শাস্তি পেয়েছেন স্প্যানিশ এই দুই ফুটবলার। তবে ফার্নান্দেজকে পড়তে হয়নি ম্যাচ নিষেধাজ্ঞার কবলে।

আরও পড়ুন: সংকটকালীন সময়ে পিসিবিকে পাশে পেল বিসিবি

ক্রিফোস্পোর্টস/৮আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল