জাতীয় দলে অভিষেক হয়েছে এক বছরও হয়নি। এরই মাঝে দেশের ফুটবল ভক্তদের দৃষ্টি কেঁড়ে নিয়েছেন নিজের দিকে। বাংলাদেশের ফুটবলে এই কয় দিনেই উপহার দিয়েছেন বেশ কিছু স্মরণীয় মুহুর্ত। বিশ্বকাপ এবং এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ঘরের মাঠে শক্তিশালী লেবাননের বিপক্ষে তার করা একমাত্র গোলেই স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
কিছু দিন আগেই বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে এক বিস্ময়কর গোল করেন মোরসালিন। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচে ডি বক্সের বাইরে থেকে করা তার সমতাসূচক গোলেই ১ পয়েন্ট পায় বাংলাদেশ। সেই গোলের ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে। ভক্ত-সমর্থকদের এই তরুণ স্ট্রাইকারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
তবে এবার দেশের গণমাধ্যম ছাড়িয়ে মোরসালিনের কীর্তি শিরোনাম হলো এএফসির ওয়েবসাইটে। এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে এই অঞ্চলের সেরা ৮ ফুটবলারের তালিকায় নাম উঠেছে বাংলাদেশের তরুণ স্ট্রাইকার মোরসালিনের। এই তালিকায় আরও আছেন ইপিএল ক্লাব টটেনহাম হট্সপারের দক্ষিণ কোরিয়ান তারকা ফুটবলার সন হিউং মিন, ইরানের মেহদি তারেমি, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার এর মত ফুটবলাররা।
মোরাসালিনের পারফর্মেন্সের দরুণ এএফসি তাদের ওয়েবসাইটে তাকে সম্ভাবনাময় তরুণ হিসেবে উল্লেখ করেছে। সেখানে বলা হয়, বসুন্ধরা কিংসের এই ফুটবলার চলতি বছরেই জাতীয় দলের হয়ে অভিষেক ঘটায়। তার ২ গোল এবং ১ এসিস্টে অসাধারণ পারফর্মেন্সের দ্বারা বাংলাদেশকে ২০২৩ সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে তুলতে ভূমিকা রাখেন তিনি। অসম্ভব প্রতিভাবান এই স্ট্রাইকারের দিকে ভবিষ্যতের জন্য নজর রাখার কথাও সেখানে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪: বাছাইপর্বের ম্যাচ ফিক্সশ্চার
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এমএস/এমটি