Connect with us
ক্রিকেট

ভারত-বাংলাদেশ ম্যাচই সবচেয়ে রোমাঞ্চকর হয়: আশরাফুল

ভারত-বাংলাদেশে ও মোহাম্মদ আশরাফুল
এ মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম গ্লোবাল স্টার মোহাম্মদ আশরাফুল। ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতা কোন পর্যায়ে তা মোটামুটি সবারই জানা। এই রাজনৈতিক দোলাচলের প্রভাব দুদেশের ক্রিকেটেও পড়েছে। ফলস্বরূপ বিগত কয়েক বছর ধরে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি।

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চের পারদ একদম উপরে উঠে যাওয়া। কোটি কোটি ক্রিকেট ভক্ত এই ম্যাচের আশায় থাকেন তীর্থের কাকের মত। কিন্তু এই বিশ্বকাপে সে আশায় বলতে গেলে এক প্রকার জল ঢেলে দিয়েছে পাকিস্তান।

ভারতের সঙ্গে ন্যূনতম লড়াইই করতে পারেনি তারা। এমনকি ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ভারত। ৮ ম্যাচের ৮টিই জিতেছে টিম ইন্ডিয়া।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে এক লাইভে এসে বাংলাদেশের ক্রিকেটের প্রথম গ্লোবাল স্টার সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, আমার মনে হয়, এখন ভারত-পাকিস্তানের চেয়ে ভারত-বাংলাদেশের ম্যাচ বেশি রোমাঞ্চকর হয়।

হ্যা, ২০০৭ সালের পর ভারতকে বিশ্বকাপে আমরা আর হারাতে পারিনি। কিন্তু ভারত অতো সহজে আমাদের সঙ্গে জিততে পারে না, তাদের লড়াই করে জিততে হয়। আমরা ম্যাচ না জিতলেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাই। ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকালে পাকিস্তান তো এখনো বিশ্বকাপে ভারতকে হারাতেই পারেনি।

এদিকে একদিন পরই উড়তে থাকা ভারতের বিপক্ষে মাঠে নামছে সাকিব বাহিনী। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে রোহিত-কোহলিরা। অন্যদিকে তিন ম্যাচে মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ।

আরও পড়ুন: হাত জোড় করে ক্ষমা চাইলেন লিটন দাস

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট

মুস্তাফিজকে যেভাবে রেখে দিতে পারে চেন্নাই মাহমুদউল্লাহ রিয়াদ, বাংলাদেশ দলে ক্লান্ত ও নিঃসঙ্গ পথচারী ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজের পরীক্ষায় নামলেন সাকিব আল হাসান ভারত ও বাংলাদেশ ম্যাচই সবচেয়ে বেশি রোমাঞ্চকর হয় : মোহাম্মদ আশরাফুল বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচের আগে স্বস্তির খবর পেল টিম বাংলাদেশ