ক্রিকেট বিশ্বে বর্তমানে আফগানিস্তানের যেভাবে উত্থান হয়েছে তা বিস্ময়করই বলা যায়। সাথে অন্যান্য উদীয়মান ক্রিকেট জাতির জন্য অনুপ্রেরণাও বটে। সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপেও দূর্দান্ত খেলেছে আফগানিস্তান। একটুর জন্য সেমিফাইনালে যাওয়ার রূপকথা লিখতে না পারলেও বিশ্বকাপের পরই সুখবর পেল আফগানিস্তান।
বিশ্বকাপে একাধিকবার অংশগ্রহণের পরও ভারতের বিপক্ষে কখনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি মুজিব-রশিদদের। এবার সেই আক্ষেপ অবশেষে ঘুচতে যাচ্ছে তাদের। আগামী জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফর করবে আফগানিস্তান। টি-টোয়েন্টি খেললেও সফরে থাকছে না কোনো ওয়ানডে বা টেস্ট ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি শুরু হবে মোহালিতে আগামী ১১ জানুয়ারী। দুই দিন বিরতির পর ১৪ জানুয়ারী দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ইন্দোরে। আর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৭ জানুয়ারী দুই দল মুখোমুখি হবে বেঙ্গালুরুতে।
এর আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি – ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মোট ১০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-আফগানিস্তান। এর মধ্যে একটি মাত্র টেস্ট ম্যাচ রয়েছে। বাকি ৯ ম্যাচ তারা আইসিসি ও এসিসির বিভিন্ন ইভেন্টে খেলেছে।
পাশাপাশি এবারের বিশ্বকাপে নিজেরাই নিজেদের ছাড়িয়ে গেছে মুজিব-রশিদরা। সেমিতে যাওয়ার আশা পূরণ না হলেও ৪ ম্যাচ জিতে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে রেখেছে আফগানিস্তান।
আর স্বাগতিক ভারত তো টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠে হাত ছোঁয়া দূরত্ব থেকে বিশ্বকাপ শিরোপা থেকে বঞ্চিত হয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ খুঁজে পেলেন আকরাম খান
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৩/এমএস/এমটি