জাতীয় দলের তুলনায় ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে অধিক প্রাধান্য দিয়ে বিপাকে পড়েছিলেন মুজিব-উর রহমান, নাবিন-উল হক ও ফজলহক ফারুকী। আগামী তিন বছরের জন্য তাদের বিদেশী লিগ খেলার অনাপত্তি পত্র দেবে না বোর্ড। ক্ষমা চেয়ে সংযুক্ত আরব আমিরাত সিরিজে জাতীয় দলে নাবিন ও ফারুকী জায়গা পেলেও দলের বাইরে থাকতে হয়েছে মুজিবকে। এবার নিজের ভুল স্বীকার করে ভারত সিরিজ দিয়ে জাতীয় দলের ফিরলেন তিনি।
এর আগে কোনো বাধা ছাড়া ফ্রাঞ্চাইজি লিগ খেলার আশায় ২০২৪ সালে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম সরিয়ে রাখার আবেদন জানান মুজিব, ফারুকী ও নাবিন। তাদের এমন চাওয়াতে বেঁকে বসে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এতে করে তাদের আগামী তিন বছরের জন্য অনাপত্তি পত্র দিবে না বলে এক বিবৃতিতে জানিয়ে দেয় বোর্ড। এমনকি বর্তমান অনাপত্তি পত্রও বাতিল করা হয়েছে।
এতে করে অস্ট্রেলিয়া গিয়েও বিগ ব্যাশ লিগ না খেলেই দেশে ফিরতে হয় মুজিবকে। বিদেশী লিগে খেলতে না পারার পাশাপাশি জাতীয় দল থেকেও বাইরে রাখা হয়েছিল এই তিন ক্রিকেটারকে। এর আগে নিজেদের ভুল স্বীকার করে এসিবিকে অনুরোধ করলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে তাদের নাম জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। তবে মুজিবকে রাখা হয়েছিল দলের বাইরে।
এবার এসিবির কাছে জাতীয় দলে খেলার অনুরোধ জানিয়ে নিজের ভুল স্বীকার করেছেন মুজিব-উর রহমান। ফলে চলতি মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফেরানো হয় এই রহস্যময় স্পিনারকে। এদিকে চোটের কারণে শঙ্কা থাকলেও ভারত সিরিজের দলে রাখা হয়েছে লেগ স্পিনার রশিদ খানকে। পিঠের অস্ত্রোপ্রচার থেকে পুরোপুরি সেরে না উঠলেও ভারতের বিপক্ষে নিজেদের সেরা অস্ত্রকে দলে রাখতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট।
ভারত সিরিজকে সামনে রেখে ইব্রাহিম জাদরানকে অধিনায়ক করে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করল এসিবি। আগামী ১১ জানুয়ারি মোহালিতে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে আফগানিস্তান ও ভারত। পরবর্তী দুই টি-টোয়েন্টি ইন্দোর ও বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ১৪ ও ১৭ জানুয়ারি। ভারতের বিপক্ষে এবারই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান।
আফগানিস্তান দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, রহমাত শাহ, মোহাম্মাদ নবি, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, শারাফউদ্দিন আশরাফ, ফজল হাক ফারুকি, ফরিদ আহমদ, রশিদ খান, নাভিন-উল-হক, নূর আহমদ, মোহাম্মাদ সালিম, কাইস আহমেদ ও গুলবাদিন নাইব।
আরও পড়ুন: ম্যানসিটি ও লিভারপুলের ম্যাচসহ আজকের খেলা (৭ জানুয়ারি ২৪)
ক্রিফোস্পোর্টস/৭ জানুয়ারি ২৪/এসএফ/এজে