জাতীয় দলের তুলনায় ফ্রাঞ্চাইজি লিগকে অধিক প্রাধান্য দিয়ে এবার বেশ বিপাকেই পড়লেন আফগানিস্তানের ক্রিকেটার মুজিব উর রহমান। ২০২৪ সালে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাইরে থাকার ইচ্ছা জানিয়েছিল মুজিব উর রহমান, ফজলহক ফারুকী ও নাবিন-উল-হক। তবে এমন ঘটনা ভালো ভাবে নেয়নি দেশটির ক্রিকেট বোর্ড; মুজিবকে পড়তে হয়েছে শাস্তির মুখোমুখি।
ফ্রাঞ্চাইজি লিগে খেলার আশায় এক বছরের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার ইচ্ছা পোষণ করায় বেকে বসেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী দুই বছর বিদেশি লিগ খেলার জন্য এই তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দেবে না এসিবি এবং তাদের চলতি এনওসিগুলোও বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে এসব কথা নিশ্চিত করে এসিবি।
এনওসি বাতিল করেই ক্ষান্ত হয়নি এসিবি। আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডেও জায়গা দেওয়া হয়নি এই রহস্যময় স্পিনারকে। তবে জাতীয় দলে খেলার জোরালো ইচ্ছা পোষণ করায় এই স্কোয়াডে রাখা হয়েছে ফজলহক ফারুকী ও নাবিন-উল-হককে। এদিকে দেশে-বিদেশে কোথাও খেলার সুযোগ না পেয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছেন মুজিব।
এদিকে শুরুতে এনওসি পাওয়ায় বিগ ব্যাশ খেলার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন মুজিব উর রহমান। তবে এসিবি কর্তৃক অনাপত্তিপত্র বাতিলের পর আর এই আসরে কোন ম্যাচ খেলতে পারবেন না তিনি। আজ দুপুরে মেলবোর্ন স্টারসের বিপক্ষে মাঠে নামবে তার দল মেলবোর্ন রেনেগেটস। তবে অনুমতি না মেলায় স্কোয়াডে রাখা হয়নি তাকে।
গতকাল এক বিবৃতিতে মেলবোর্ন রেনেগেডস বলেছে, ‘অনাপত্তিপত্রের শর্তাবলি পরিবর্তনের কারণে মুজিব উর রহমানকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয়েছে।’ তবে এর আগে অবশ্য এক বিবৃতিতে রেনেগেডস জানিয়েছিল বিবিএলের বাকি মৌসুম পর্যন্ত মুজিবকে সমর্থন দিয়ে যাওয়ার কথা।
আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া নারীদের ম্যাচসহ আজকের খেলা (২ জানুয়ারি ২৪)
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৪/এসএফ/এজে