Connect with us
ক্রিকেট

রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বাই

IPL_Punjab Kings vs Mumbai Indians
দুই দলের দুই সেরা পারফর্মার আশুতোষ ও বুমরাহ। ছবি- সংগৃহীত

আইপিএলে আরো একটি রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল পাঞ্জাব কিংস। আসরের ৩৩তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে দলটি। তবে রোমাঞ্চকর এ ম্যাচে হারই সঙ্গী হয়েছে তাদের। শুরুতে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েও দারুণভাবে প্রত্যাবর্তন করে তারা। তবে শেষ পর্যন্ত ৯ রানে হারতে হয়েছে আশুতোষ-শশাঙ্কদের।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মহালিতে টস জিতে মুম্বাইয়কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিক পাঞ্জাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৯২ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ১৯.১ ওভার খেলে ১৮৩ রানে গুটিয়ে যায় পাঞ্জাব।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনীতে তেমন সুবিধা করতে পারেনি মুম্বাই। দলীয় ১৮ রানেই ঈশান কিশানকে হারায় দলটি। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। দলীয় ৯৯ রানের মাথায় স্যাম কারানের শিকার হয়ে ফিরে যান রোহিত শর্মা। আউট হওয়ার আগে ২৫ বলে ৩৬ রান করেন এই ওপেনার।

রোহিত ফিরে গেলে তিলাক ভার্মাকে নিয়ে এগিয়ে যান সূর্যকুমার। দলীয় ১৪৮ রানের মাথায় কারানের দ্বিতীয় শিকার হন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ৫৩ বলে ৭৮ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন এই ডানহাতি।

আরও পড়ুন:

মুস্তাফিজ ইস্যুতে বিসিবিকে কড়া জবাব দিলেন আকাশ চোপড়া

আইপিএলে মুস্তাফিজদের ম্যাচসহ আজকের খেলা (১৯ এপ্রিল ২৪)

রিয়ালের জয়ের নায়ক গোলবারের নিচে প্রাচীর হয়ে দাঁড়ানো লুনিন

সাতটি বিশ্বকাপ জিতেও রাতে ঘুম হতো না, কী হয়েছিল অধিনায়কের?

বাংলাদেশের নতুন স্পিন কোচ কে এই মুশতাক আহমেদ

শেষ পর্যন্ত তিলাক ভার্মার অপরাজিত ৩৪ এবং হার্দিক পান্ডিয়া ও টিম ডেভিডের ছোট ছোট ক্যামিওতে ১৯২ রান তুলতে সক্ষম হয় মুম্বাই। পাঞ্জাবের হয়ে হার্শাল প্যাটেল ৩ টি ও স্যাম কারান ২টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাঞ্জাব। জাসপ্রিত বুমরাহ ও জেরাল্ড কোয়েটজিদের বিধ্বংসী বোলিংয়ে দলীয় ১৪ রানেই ৪ উইকেট হারায় দলটি। বুমরাহর শিকার স্যাম কারান ও রাইলি রুশো এবং কোয়েটজির শিকার প্রবসিমরান সিং ও লিয়াম লিভিংস্টোন।

শুরুতেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনকেটা ছিটকে যাওয়া দলকে উদ্ধারে আবারো এগিয়ে আসেন চলতি আসরে পাঞ্জাবের ভরসার প্রতিক শশাঙ্ক সিং। এরপর হরপ্রিত সিংকে নিয়ে ৩৫ এবং জিতেশ শর্মাকে নিয়ে ২৮ রানের জুটি গড়েন তিনি।

দলীয় ৭৭ রানে ৬ উইকেট পতনের ক্রিজে আসেন চলতি আসরে পাঞ্জাবের হয়ে দুর্দান্ত খেলা আশুতোষ শর্মা। মাঠে নেমেই নিজের সামর্থ্যের জানান দেন তিনি। ১১ বল খেলেই তুলে নেন ২৯ রান। তবে ১১১ রানের মাথায় আউট হয়ে যান শশাঙ্ক। বুমরাহর বলে ক্যাচ তুলে দেয়ার আগে ২৫ বলে ৪১ রান করেন তিনি।

এরপর এরপর হরপ্রীত ব্রারকে নিয়ে লড়াই করে যান আশুতোষ। তার সঙ্গে জুটি গড়ে দলকে চালকের আসনে নিয়ে আসেন। তবে ১৬৮ রানের মাথায় কোয়েটজির বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়ে যান তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ৬১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন এই ব্যাটার।

আশুতোষ ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই ২১ রানে ফিরে যান ব্রার। ফলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় পাঞ্জাব। শেষ পর্যন্ত ১৮৩ রানে গুটিয়ে যায় দলটি। মুম্বাইয়ের হয়ে বুমরাহ ও কোয়েটজি ৩ টি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর:

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৯২/৭ (২০ ওভার)

পাঞ্জাব কিংস: ১৮৩/১০ (১৯.১ ওভার)

ফলাফল: মুম্বাই ইন্ডিয়ান্স ৯ রানে জয়ী

আরও পড়ুন:

৮৯ রানে অলআউট গুজরাট, সহজ জয় দিল্লির 

চ্যাম্পিয়ন্স লিগ: আর্সেনালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন

আইপিএলে পাঞ্জাব-মুম্বাই ম্যাচসহ আজকের খেলা (১৮ এপ্রিল ২৪)

কেন পাকিস্তানের লেগি সাকিব-মিরাজদের দায়িত্ব পেলেন?

আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে দুভাগে বিভক্ত বিসিবি!

মেসিদের লিগে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার

ম্যানসিটি-চেলসির ম্যাচসহ আজকের খেলা (২০ এপ্রিল ২৪)

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট