Connect with us
ক্রিকেট

রোহিতকে দায়িত্ব থেকে সরাতেই সামাজিক মাধ্যমে ধাক্কা খেল মুম্বাই

রোহিতকে সরিয়ে নেতৃত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ছবি- সংগৃহীত

টানা দশ বছর ধরে মুম্বাইয়ের দলপতি ছিলেন রোহিত শর্মা। এই দশ বছরের মধ্যে পাঁচ বারই ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জিতিয়েছেন এই ভারতীয় ওপেনার। দলটির সফলতম অধিনায়ককেই এবার অধিনায়কত্ব থেকে সরিয়ে দিল মুম্বাই। তার জায়গায় ২০২৪ আইপিএলে মুম্বাইয়ের নেতৃত্ব থাকবে হার্দিক পান্ডিয়ার কাঁধে।

সিদ্ধান্তটিকে মুম্বাইয়ের অনেক ভক্তই যেমন স্বাগত জানিয়েছেন, তেমনি অনেকেই আবার এমন সিদ্ধান্ত গ্রহণ মেনে নিতে পারেননি। অনেকেই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটির কড়া সমালোচনা করেছেন। যার প্রভাব পড়েছে মুম্বাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে।

রোহিতকে দায়িত্ব থেকে সরানের কারণে অনেকেই এর পেছনে বিভিন্ন তত্ত্ব খুঁজে বেড়াচ্ছে। কারো কারো মতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া। তাই বিসিসিআইয়ের নির্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অনেকেই এই সিদ্ধান্তটিকে রোহিতের বিশ্বকাপ মিস করার সংকেত হিসেবেও দেখছেন।

তবে আসল কারণ যা ই হোক না কেন, এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে মুম্বাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টে। হার্দিককে অধিনায়ক ঘোষণার পর থেকেই একাউন্টে ফলোয়ার বা অনুসরণকারীর সংখ্যা কমতে শুরু করেছে তাদের। জানা যায়, এক ঘণ্টায় ‘প্রায় ৪ লাখ’ অনুসারী তাদের সামাজিক মাধ্যম থেকে আনফলো করে দিয়েছে।

রোহিত নিজেও মুম্বাই অঞ্চলের ক্রিকেটার। মুম্বাই-মহারাষ্ট্র অঞ্চলে রোহিতের জনপ্রিয়তাও বেশ চোখে পড়ার মত। তাই এমন সিদ্ধান্ত স্থানীয় অনেক ক্রিকেটপ্রেমীই মেনে নিতে পারছেন না। শুক্রবার থেকেই তাই অনেক ভক্ত-সমর্থকই ফ্র্যাঞ্চাইজিটির সমালোচনায় সরব আছেন।

মুম্বাই অবশ্য এত কিছুর ধার ধারেনি। তাদের সোজা-সাপ্টা উত্তর, ভবিষ্যতের কথা বিবেচনা করেই হার্দিকের কাঁধে মুম্বাইয়ে দায়িত্ব তুলে দেয়া হয়েছে। মুম্বাইয়ের গ্লোবাল হেড অব পারফরমেন্সের দায়িত্বে থাকা লংকান মাহেলা জয়বর্ধনে বলেন, ‘সিদ্ধান্তটি মুম্বাইয়ের উত্তরাধিকার তৈরির অংশ। আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি, এটাই আমাদের দর্শন। মুম্বাই সব সময় শচীন, পন্টিং, হরভজন, রোহিতের মত ক্রিকেটারদের উপর নেতৃত্ব ভার দিয়েছে। তারা সবাই ব্যতিক্রমী ছিল। সকলেই যেমন দলকে তাৎক্ষণিক সাফল্য এনে দিয়েছে পাশাপাশি ভবিষ্যতে শক্তিশালী দল গঠনে ভূমিকা রেখেছে। এই দর্শন মেনেই ২০২৪ সালে মুম্বাইয়ের নেতৃত্বে থাকবে হার্দিক পান্ডিয়া।’

আরও পড়ুন: আর্জেন্টিনার ‘নতুন মেসি’র দিকে নজর রাখছে বার্সেলোনা

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট