ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলের আগামী আসরকে সামনে রেখে নেতৃত্বে পরিবর্তন এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের অনেকগুলো আসরে দলটিকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মার পরিবর্তে এবার নেতৃত্ব দেবেন তারই জাতীয় দলের সতীর্থ হার্দিক পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে ফেরার পরই গুঞ্জন উঠেছিল মুম্বাইয়ের নেতৃতাভার দেওয়া হবে তাকে। অবশেষে তাই সত্যি হল। ২০২৪ আইপিএলে হার্দিক পান্ডিয়াই নেতৃত্ব দেবেন পাঁচবারের চ্যাম্পিয়নদের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ঘোষণার মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার কথা জানিয়ে মুম্বাইয়ের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়বর্ধনে বলেন, মুম্বাইয়ের ধরই এমন। এখানে দায়িত্ব সেরার কাছেই থাকে এবং এক সেরা থেকে আরেক সেরার কাছে যায়। রোহিত এতদিন মুম্বাইয়ের মতাদর্শ বহন করেছে। এখন সেটা বহন করার সময় হয়েছে হার্দিকের।
এর আগে রোহিতের নেতৃত্বেই মুম্বাইয়ের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেন পান্ডিয়া। আইপিএলে ভালো পারফরম্যান্স করে চান্স পান জাতীয় দলে। আর এবার মুম্বাইকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।
অবশ্য গত দুই আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেন হার্দিক। সেখানে এক আসরে চ্যাম্পিয়ন এবং অন্য একটি আসরে রানার্সআপ হয়েছিল তার দল। গত ক’দিন আগেই নানা নাটকীয়তার পর পুনরায় মুম্বাইয়ে ফিরেছেন এই অলরাউন্ডার।
আরও পড়ুন: ধোনির আইকনিক ‘৭ নম্বর’ জার্সি অবসরে
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এমটি