Connect with us
ক্রিকেট

প্রথম ম্যাচেই হারলো মুম্বাই, রাচিন-ঋতুর ফিফটিতে চেন্নাইয়ের জয়

Mumbai Chennai
উইকেটের পেছনে সেই পুরনো রূপে হাজির মাহেন্দ্র সিং ধোনি।

২০১২ সালে সর্বশেষ জয় দিয়ে আসর শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর কেটে গেছে ১৩টি বছর। আর এই সময়ের প্রতিটা আসর হার দিয়ে শুরু হয়েছিল আইপিএলের অন্যতম সফল এই দলের। এবারও সেই চিত্র দেখা গিয়েছে। চেন্নাইয়ের কাছে হেরে আইপিএল শুরু করেছে মুম্বাই।

রবিবার রাতে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ১৫৫ রান করে। জবাবে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় দিয়ে আসর শুরু করে ধোনির চেন্নাই সুপার কিংস। এই রাতে চেন্নাইয়ের হয়ে ফিফটির দেখা পান রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গায়কোয়াড়।

Noor Ahmed

তরুণ আফগান স্পিনারকে সামলাতে হিমশিম খেয়েছে মুম্বাই।

রাচিন ৪৫ বলে ৬৪ রান করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে ২৬ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় পেতে অনেক এগিয়ে দিয়ে যান ঋতুরাজ। এর আগে চেন্নাইয়ে হয়ে বল হাতে ৪ উইকেট নেন আফগান স্পিনার নুর আহমেদ।


আরও পড়ুন:

» আইপিএলে দিল্লি-লখনৌ ম্যাচসহ আজকের খেলা (২৪ মার্চ ২৫)

» আসরের শুরুতেই ঈষাণ-হেড ঝড়, হায়দরাবাদের বড় জয়


শেষ ওভারে ৪ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। স্যান্টনারের প্রথম বলেই ছক্কা মেরে দলকে জয় এনে দেন রাচিন। দ্বিতীয় উইকেটে ঋতুকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন রাচিন। ঋতু আউট হওয়ার পর দ্রুত সাজঘরে ফেরেন শিমভ দুবে (৯), দীপক হুদা (৩) ও স্যাম কারান (৪)। অন্যপ্রান্তে হাল ধরে আইপিএলে নিজের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পেয়ে যান।

মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান করেন তিলক ভার্মা। সূর্যকুমার যাদব করেন ২৬ বলে ২৯ রান। শেষদিকে দীপক চাহার ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন, যার ফলে কোনো মতে দেড়শ পার করে মুম্বাই। দলের আর কোনো ব্যাটার বিশের কোটা পার করতে পারেননি।

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট