শুবমান গিলের সেঞ্চুরিতে ভর করে গুজরাট টাইটান্সের রানের পাহাড় চাপা পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এতেই ফাইনাল স্বপ্নভঙ্গ। মুম্বাইকে বিদায় দিয়ে আইপিএলের ফাইনালে উঠে গেছে গুজরাট।
শুক্রবার রাতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানের ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট।
শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মারমুখী ছিলেন গুজরাটের ব্যাটাররা। ওপেনার শুবমান গিলের বিস্ফোরক সেঞ্চুরিতে রান পাহাড়ে চাপা পরে মুম্বাই।
গিল ও সাই সুদর্শনের সঙ্গে ১৩৮ রানের জুটিতে দলের স্কোর দাঁড়ায় দুইশর কাছাকাছি। ১২৯ রানে প্যাভিলিয়নে ফেরেন গিল। আইপিএল প্লেঅফে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
সুদর্শনের ৪৩, অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অপরাজিত ২৮ রানে স্কোর আরও সমৃদ্ধ হয়। ৩ উইকেটে ২৩৩ রানে থামে গুজরাট।
২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের ব্যাটে স্বপ্ন দেখছিল মুম্বাই।
দলের ২১ রানের নেহাল ও রোহিত শর্মা হারালেও জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে লড়াই করে যান সূর্যকুমার। ম্যাচে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন সূর্য। তুলে নেন অর্ধশত। তবে ১৪.৩ ওভারে তাকে বোল্ড করে মুম্বাইয়ের প্রতিরোধের দেওয়াল ভেঙে দেন পেসার মোহিত শর্মা। ৩৮ বলে ৬১ রান করে সূর্য ফিরে গেলে আর দাড়াতে পারেনি মুম্বাই। ১৮.২ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে ফাইনাল স্বপ্নভঙ্গ হয় তাদের।
এই ম্যাচে মুম্বাইয়ের প্রতিরোধ একাই ভেঙে দিয়েছেন বোলার মোহিত শর্মা। ১০ রানে তিনি নিয়েছেন ৫ উইকেট।
আগামীকাল রবিবার রাত ৮টায় ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হবে গুজরাট।
আরও পড়ুন: আফগানদের সামনে সেই ভুল আর করতে চায় না বাংলাদেশ