Connect with us
ক্রিকেট

সাকিবের পরিবর্তে মুরাদ, যা বললেন প্রধান নির্বাচক

BCB director
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিরাপত্তাজনিত ইস্যুতে দুবাই থেকেই ফেরত যাচ্ছেন তিনি। তাই আর খেলা হচ্ছে না প্রথম টেস্ট। এজন্য প্রথম টেস্টের স্কোয়াডে আনা হয়েছে পরিবর্তন। প্রথম টেস্টের স্কোয়াড থেকে সাকিবকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে তরুণ স্পিনার হাসান মুরাদকে। সাকিবে বদলি হিসেবে কেন হাসান মুরাদ কে দলে নেওয়া হলো বিষয়টি ব্যাখা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

গণমাধ্যমকে দেওয়া বিসিবির এক বিবৃতিতে প্রধান নির্বাচক বলেন, ‘বিসিবি থেকে আমাদের জানানো হয়েছে এই মুহুর্তে সাকিবকে আমরা পাচ্ছি না। এদিকে সে তাঁর টেস্ট ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে চলে এসেছে। কিন্তু এখন পর্যন্ত ব্যাটিং বোলিং সবদিক থেকে তাঁর বিকল্প কোনো ক্রিকেটার আমাদের নেই।’

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুরাদকে দলে নেওয়ার কারণ জানিয়ে লিপু বলেন, সম্প্রতি কয়েক মৌসুম ধরে মুরাদ প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক ভাবে পারফর্ম করছে। বেশ কয়েকবছর যাবৎ সে আমাদের ভাবনায় ছিল। আমরা মনে করি আন্তর্জাতিক পর্যায়ে সে দেশকে ভালো কিছু উপহার দিতে পারবে। সে দলের জন্য বোলিংয়ে ভারসাম্য রাখতে সাহায্য করবে।’

এর আগে গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দলে ডাক পান এই তরুণ বাঁহাতি স্পিনার। যদিও সেবার সেরা একাদশে খেলার সুযোগ পাননি। কিন্তু এশিয়ান গেমসে হাংজুতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। সেখানে দেশের হয়ে খেলেছেন দুইটি ম্যাচ।

ঘরোয়া এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে মুরাদের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩০ ম্যাচ খেলে হাসান মুরাদ উইকেট নিয়েছেন ১৩৬ টা। নিউজিল্যান্ড সিরিজের মতো এবারও সেরা একাদশে থাকাটা কঠিন মুরাদের জন্য। কারণ দলে আছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং দুই অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৯ অক্টোবর থেকে চট্রগ্রামে শুরু হবে সিরিজের ২য় টেস্ট।

আরো পড়ুন : বছরে মেসির দ্বিগুণের বেশি আয় রোনালদোর

ক্রিফোস্পোটর্স/১৮অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট