আগামী আগস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল। তবে তার আগে আগস্টের প্রথম সপ্তাহে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে পাকিস্তান যাবেন জাতীয় দলের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগে সেখানকার পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে এবং পুরোপুরি প্রস্তুত হতেই ‘এ’ দলের সঙ্গে আগেই সফর করবেন এই দুই অভিজ্ঞ ব্যাটার।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম। ঘরের মাঠে গত নিউজিল্যান্ড সিরিজে খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে খেললেও টি-টোয়েন্টি দলে না থাকায় অনেকদিন ধরের জাতীয় দলের বাইরে রয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।
আরও পড়ুন:
» নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
» পাকিস্তানকে টেস্টে হারাতে জাতীয় দলকে সুজনের পরামর্শ
অন্যদিকে শুধু টেস্ট খেলা মুমিনুল গত মার্চের শ্রীলঙ্কা সিরিজে খেলেছিলেন। এর ফলে অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই দুই ক্রিকেটার। তাছাড়া পাকিস্তানের মাটিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে টাইগারদের। তাই নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিবেন এই দুই অভিজ্ঞ ব্যাটার।
আগামী ৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দলটি। আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে টাইগাররা। এরপর ৩০ আগস্ট করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৪/বিটি