Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে নতুন রেকর্ডে নাম লেখালেন মুশফিক

Mushfik
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে হাজার রানের মাইলফলকে পৌঁছালেন মুশফিকুর রহিম। আজ ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নেমে এই কীর্তি গড়েন টাইগার উইকেট কিপার ব্যাটসম্যান। প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ডে নাম তুলেছিলেন সাকিব আল হাসান।

হাজার রানের ক্লাবে নাম উঠাতে মুশফিকের দরকার ছিল মাত্র ৪ রান। ভারতের বিপক্ষে আজ ৩৮ রানের ইনিংস খেলার পথেই এই কীর্তি গড়ে ফেলেন তিনি। তবে ইনিংসের হিসেবে সবচেয়ে ধীরগতিতে হাজার ক্লাবে নাম তুলেছেন মুশফিকুর রহিম। এই রেকর্ডে পৌঁছাতে ৩৪ ইনিংস ব্যাট করতে হয়েছে মুশিকে।

মজার বিষয় হলো, প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে হাজার রান করা সাকিব এবং মুশফিক দুজনেরই ২০০৭ বিশ্বকাপে একসঙ্গে অভিষেক হয়। দুজনেরই এটি পঞ্চম বিশ্বকাপ আসর। দুজনেই আজকের ম্যাচের আগে বিশ্বকাপে সমান সংখ্যাক ম্যাচ খেলেছেন। তবে আজকে একাদশে সাকিব না থাকায় বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার হয়ে গেলেন মুশফিক। বিশ্বকাপে সাকিব ৩১ ম্যাচ, তামিম ইকবাল ২৯ এবং মাশরাফি বিন মুর্তজা খেলেছেন ২৪টি ম্যাচ।

বিশ্বকাপে এখন পর্যন্ত এক হাজারের মাইলফলকে মোট ২২ জন ক্রিকেটার পৌঁছেছেন। সেখানে সবার প্রথমে আছেন ভারতের কিংবদন্তি ওপেনার শচীন টেন্ডুলকার। ২২৭৮ রান করে তিনি মোটামুটি ধরা ছোঁয়ার বাইরে আছেন বলা যায়। দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের রান ১৭৪৩ এবং লংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার রান ১৫৩২।

আরও পড়ুন: টানা চার জয়ে বিশ্বকাপে উড়ছে নিউজিল্যান্ড

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৩/এমএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট