চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের শিকার বাংলাদেশ। আগের মতো টপ অর্ডারের আসা যাওয়ার মিছিলে ম্যাচের হাল ধরেন মুশফিক। পরে মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে বিপর্যয় ঠেকায় বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রানে থামে বাংলাদেশের রানের চাকা। ৪৯ বলে ৪১ রান করে নট আউট ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
সেমিফাইনালের দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে জিততেই হবে এমন ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করা বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই লিটন দাসের উইকেট হারায়।
গত দুই ম্যাচের মত এদিনও ব্যাট হাতে ব্যর্থ আরেক ওপেনার তানজিদ তামিম। ভালো শুরু করেও ১৭ বলে ১৬ রান করে আউট হোন তিনি। এরপর মিরাজ ও শান্ত পরপর দুই ওভারে আউট হয়ে গেলে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মেহেদী মিরাজ উইকেটে সেট হয়েও ৩০ রানে এবং শান্ত ৭ রানে আউট হোন।
এরপর সাকিব-মুশফিক মিলে শুরুর ধাক্কা কিছুটা সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু সাকিব ব্যক্তিগত ৪০ রানে আউট হয়ে গেলে তাদের ৯৬ রানের জুটিটি ভেঙ্গে যায়। টাইগারদের তখন সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৫২ রান।
তবে মুশফিক নিজের হাফ সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ৭৫ বলে ৬৬ রানে ম্যাট হেনরির বলে বোল্ড হোন বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। ম্যাট হেনরির করা স্লোয়ার ডেলিভারি খানিকটা নিচু হয়ে আসায় ঠেকাতে ব্যর্থ হোন তিনি। ভাগ্যপ্রসূত হলে নিজের ইনিংসটা হয়তো আরও বড় করতে পারতেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক আউট হয়ে গেলে বাংলাদেশের বড় স্কোরের আশাও মোটামুটি সেখানেই মিলিয়ে যায়। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের করা ৪১ রানের কল্যাণে ২৪৫ রানের চ্যালেন্জিং স্কোর সংগ্রহ করে বাংলাদেশ।
এখন দেখার বিষয়, দুর্দান্ত ফর্মে থাকা কিউই ব্যাটিং লাইন আপ এর সামনে টাইগার বোলাররা এই লক্ষ্য নিয়ে কোনো প্রকার বাঁধার সৃষ্টি করতে পারে কি না।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৪৫/৯ (৫০)
টার্গেট: ২৪৬ (৫০)
আরও পড়ুন: কুইন্টন ডি ককে উড়ছে দক্ষিণ আফ্রিকা
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এমএস/এসএ