Connect with us
ক্রিকেট

স্পিন কোচ ছাড়াই আজ নিউজিল্যান্ড যাচ্ছে মুশফিক-মিরাজরা

Hathuru shanto
অনুশীলনের ফাঁকে হেড কোচ হাথুরুসিংহের সাথে একান্ত আলাপচারিতায় শান্ত। ছবি- বিসিবি

ঘরের মাঠে সদ্যই শেষ হলো টেস্ট সিরিজ। ঘরের মাঠে ১-১ ব্যবধানে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এবার নিউজিল্যান্ডের মাটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ইতিমধ্যে একটি বহর চলে গেছে তাসমান সাগরের পাড়ে। বাকি বহরটি যাবে আজ। কিন্তু এই সিরিজে স্পিন কোচ ছাড়াই খেলবে টাইগাররা।

নিউজিল্যান্ড সিরিজে টেস্ট দলের বাইরে থাকা ১১ ক্রিকেটার প্রথম দফায় নিউজিল্যান্ড গেছেন। যেখানে ছিলেন মোট ১১ ক্রিকেটার। স্কোয়াডের বাকি সদস্যরা আজ দেশ ছাড়বেন। সোমবার (১২ ডিসেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়বে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজরা।

একই বহরে থাকবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। শুধু তাই নয় স্পিন কোচ ছাড়া খেলা শান্তর দলকে পেস বোলিং গুরু হিসেবে থাকবেন কলিমোর। সাকিব-তামিম বিহীন বাংলাদেশের বিদেশ সফরে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন ডেভিড হেম্প।

বাংলাদেশের বোলিংয়ের মূল শক্তি স্পিন। আর সেই বিভাগের কোচকে ছাড়াই নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্ত বাহিনী। কতটুকু সফল হবে তা এখনো অনুমান করা যাচ্ছে না। কিন্তু তাসমান সাগরের পাড়ে ঘূর্ণি জাদু কতটুকু কাজে আসবে তা নিয়ে রয়েছে বিরাট সংশয়। যদিও নিউজিল্যান্ডের মাটি পেসারদের অনুকূলে থাকে সব সময়।

আগামী নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে আর ২০ ও ২৩ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। ২৭ ডিসেম্বর শুরু মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ ও ৩১ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে নিউজিল্যান্ড সফর।

আরও পড়ুন: আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ৩ বাংলাদেশি, বাদ পড়লেন ৩জন

ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট