শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দলে ডাক পেয়েছেন দুই তরুণ পেসার মুশফিক হাসান ও নাহিদ রানা। দুজনেই ভালো গতিতে বল করতে পারেন। সম্প্রতি দারুণ ছন্দেও রয়েছেন এই দুই ক্রিকেটার। তবে আগামীকাল (বৃহস্পতিবার) সিলেটে প্রথম টেস্টে অভিষেক হচ্ছে কার?
প্রথম টেস্টে মাঠে নামার আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই তরুণকে নিয়ে কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই দুজনের মধ্য থেকে একজন পেসারের অভিষেক হতে পারে বলে আভাস দিয়েছেন টাইগার প্রধান।
মুশফিক-নাহিদের অভিষেক প্রসঙ্গে হাথুরু বলেন, ‘আমাদের একাদশে হয়ত দুই বা তিন জন পেসার থাকবে। দুজনই (মুশফিক ও নাহিদ) বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনা। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারে। তারা তরুণ এবং খুবই শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তাদের শুরুটাও দারুণ। সেখানেও অনেক বোলিং করেছে। তাদের নিয়ে আমি অনেক আশাবাদী। এই ম্যাচে তাদের মধ্যে অন্তত একজনকে দেখতে চাই।’
গত বছরের নভেম্বরে এই সিলেটের মাটিতেই নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। তবে গতবারের তুলনায় এবারের উইকেটে ঘাস কিছুটা বেশি হওয়ায় এই ম্যাচটি আরো বেশি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন টাইগার প্রধান।
তবে এসব বিষয় দূরে ঠেলে দিয়ে হাথুরুর একমাত্র লক্ষ্য শ্রীলঙ্কাকে হারানো, ‘আমাদের শক্তি প্রতিপক্ষের কম্বিনেশনের ওপর নির্ভর করে, আবহাওয়ার ওপর নয়। আবহাওয়া তো কন্ট্রোল করা সম্ভব নয়। হ্যাঁ, উইকেট কিছুটা ভিন্নরকম লাগছে। গতবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও এই ম্যাচে অনেকটা প্রভাব ফেলবে। নিউজিল্যান্ড সিরিজে এই উইকেট চ্যালেঞ্জিং ছিল, এবারও হবে। তবে আমাদের একটাই লক্ষ্য, শ্রীলঙ্কাকে হারানো।’
আগামীকাল সকাল ১০ টায় মাঠে নামবে দুই দল। এখন দেখার পালা নাহিদ-মুশফিকের মধ্যে কে আগে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান।
আরও পড়ুন: ডিপিএলে প্রথম ম্যাচেই পাঁচ উইকেট নিলেন মাশরাফি
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৪/এমটি