বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারে অন্যতম ভরসার প্রতীক উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের তালিকা করতে গেলে সবার শীর্ষে যে তারই নাম থাকবে এ নিয়ে হয়তো দ্বিমত করার একজন মানুষও পাওয়া যাবে না। ৩৬ বছরের মুশিকে নিজের ফিটনেস ধরে রাখতে নিয়মিত জিমনেশিয়ামে ঘাম ঝরাতে দেখা যায়। তবে এবার মুশফিকের সঙ্গে জিমনেশিয়ামে পার্টনার হিসেবে নতুন একজন যোগ দিয়েছে।
আজ (শনিবার) জিমনেশিয়ামে নতুন জিম পার্টনারের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেছেন মুশফিক। তার জিম সঙ্গী আর কেউ নন, তার বড় ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান।
আপাতত জাতীয় দলে মুশফিকের ব্যস্ততা নেই বললেই চলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলেই সময় পার করছেন এই ডানহাতি ব্যাটার।
অপরদিকে আগামী জুন মাসে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে টাইগারদের।
এরপরই বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করবে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই এই সময়ে মুশফিকও ডিপিএলের পাশাপাশি নিজের ফিটনেসের প্রতিও বেশি মনোযোগ দিচ্ছেন।
আজ বিকাল সাড়ে ৫ টার দিকে নিজের ফেসবুক একাউন্টে ছেলে মায়ানের সঙ্গে জিমনেশিয়ামে একই ভঙ্গিমায় একটি ছবি শেয়ার করেন মিস্টার ডিপেন্ডেবল। সেখানে বাবা-ছেলেকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়।
ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আলহামদুলিল্লাহ, আমার নতুন জিম পার্টনার।’ ছবিটির কমেন্ট সেকশনে তার ভক্ত-অনুরাগীদের তাদের প্রতি শুভ কামনা প্রকাশ করতে দেখা যায়।
আরও পড়ুন: সিলেটে দেড়শো বছরের পুরেনো ঘড়ির সামনে ট্রফি উন্মোচন
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৪/এমএস/বিটি