ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (শনিবার) হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছে এই তারকা অলরাউন্ডার।
বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের একজন মাহমুদউল্লাহ। পঞ্চপাণ্ডবের বাকী চারজন ইতোমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এবার মাহমুদউল্লাহর বিদায়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
আজ হায়দরাবাদে বাংলাদেশের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন মাহমুদউল্লাহ। সতীর্থের বিদায়লগ্নে এক বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম। সেখানে রিয়াদের স্মরণীয় টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানান এই উইকেটরক্ষক ব্যাটার।
আরও পড়ুন:
» মিরাজকে অধিনায়ক করে দলে ভেড়াল খুলনা
» অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ মিস করতে পারে রোহিত
মুশফিক তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘রিয়াদ ভাই, এমন একটি স্মরণীয় টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য আপনাকে অভিনন্দন। একজন ভাই ও সতীর্থ হিসেবে, আপনার অর্জনে আমি গর্বিত। আগামীতেও আপনি এইভাবে এগিয়ে যাবেন। মাশাল্লাহ! আপনার আগামীর জন্য আমি শুভকামনা জানাই।’
এর আগে গতকাল মাহমুদউল্লাহকে নিয়ে বার্তা দেন জাতীয় দলের আরো দুই সতীর্থ লিটন দাস ও শরিফুল ইসলাম। লিটন লেখেন, ‘রিয়াদ ভাই আপনার নিঃস্বার্থ ত্যাগের জন্য ধন্যবাদ।’
এছাড়া শরিফুল লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় কিংবদন্তি রিয়াদ ভাই । আপনার অধিনায়কত্বের সময় টি-টোয়েন্টি ক্রিকেটে আমার অভিষেক হয়। প্রথম ম্যাচের চাপ ছিল ৫০ রান দিয়ে শুরু করি। কিন্তু পরের ম্যাচের আগের দিন রাতে কিছু কথা আমাকে বলেছিলেন যেটা এখনো আমাকে ভালো পারফরম্যান্স করার জন্য আগ্রহ তৈরি করে। শুভকামনা রইল আপনার জন্য।’
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে ২-০ তে পিছিয়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে আজ জয় পেতেই হবে টাইগারদের।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৪/বিটি