Connect with us
ক্রিকেট

ভারত সিরিজে বন্ধু তামিমকে টপকে শীর্ষে ওঠার সুযোগ মুশফিকের

Tamim Iqbal and Mushfiqur Rahim
তামিম ও মুশফিক। ছবি- সংগৃহীত

আর মাত্র তিন দিন বাদে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে বাংলাদেশের। যেখানে চেন্নাইয়ে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজে দলীয় ও ব্যাক্তিগত অসংখ্য রেকর্ড হওয়ার সুযোগ থাকছে। সেই তালিকায় রেকর্ডের একদম দ্বারপ্রান্তে রয়েছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং লাইন-আপের অন্যতম স্তম্ভ মুশফিক। দীর্ঘদিন যাবত টাইগারদের মিডেল অডারে এক ভরসার নাম হিসেবে রয়েছেন তিনি। এবার নতুন এক রেকর্ড গড়ার সামনে রয়েছেন মুশফিক। যেখানে তার সুযোগ রয়েছে বন্ধু তামিম ইকবাল খানের রেকর্ড নিজের নামে করে নেওয়ার।

তামিম ইকবালকে এখনও বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার ব্যাটার হিসেবে ধারণা করা হয়। এখন পর্যন্ত টাইগারদের হয়ে তিন ফরমেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। এদিকে মুশফিক আর মাত্র ৯ রান করলেই ভেঙে ফেলবেন তামিম ইকবালের সেই রেকর্ড।

তিন ফরমেট হয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করার তালিকায় শীর্ষে থাকা তামিমের সংগ্রহ ১৫ হাজার ১৯২ রান। অপরদিকে মুশফিকের রান ১৫ হাজার ১৮৪। কেবলমাত্র টেস্ট ক্রিকেটে তামিমের থেকে এগিয়ে রয়েছেন মুশফিক। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে এগিয়ে তামিম।

এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে টেস্ট ক্রিকেটে ৫৮৯২ রান, ওয়ানডে ক্রিকেটে ৭৭৯২ রান ও টি টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহ করেছেন মুশফিক। অপরদিকে টেস্ট ক্রিকেটে ৫১৩৪ রান, ওয়ানডে ক্রিকেটে ৮৩৫৭ রান ও টি-টোয়েন্টিতে ১৭০১ রান করেছেন তামিম।

এছাড়া আর মাত্র ১০৮ রান করলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ক্রিকেটে ৬০০০ রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম। এদিকে তিন ফরমেটে সেঞ্চুরির হিসেবে এগিয়ে আছেন তামিম। মুশফিকের ২০ শতকের বিপরীতে তামিম ইকবাল সেঞ্চুরি হাকিয়েছেন ২৫ বার।

মুশফিকুর রহিমের বর্তমান ফর্ম বিবেচনায় ধারণা করাই যায়, তামিম ইকবালের সেই রেকর্ড ভাঙতে খুব একটা কষ্ট করতে হবে না তাকে। এদিকে দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম। গত ভারত বিশ্বকাপের আগে থেকেই বিভিন্ন কারণে আছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে।

আরও পড়ুন: চেন্নাইয়ে বাংলাদেশের পরীক্ষা নিতে পারে লাল মাটির উইকেট!

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট