
ব্যাট হাতে টানা ব্যর্থ মুশফিকুর রহিম। চলতি বছর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩টি, যার মধ্যে দুটো ওয়ানডে এবং একটি ছিল টেস্ট। সবগুলো ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ সিনিয়র। তবে ব্যাট হাতে দিনের পর দিন এমন ব্যর্থতার পরও দলের সতীর্থদের সমর্থন ঠিকই পাচ্ছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
চলমান জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে এমন হার হয়ত অনেকের কল্পনার বাইরে ছিল। সিলেটে দুটো ইনিংসেই লড়াই করেছেন বোলাররা। তবে ব্যাটারদের পারফরম্যান্স ছিল শোচনীয়। বিশেষ করে মুশফিকুর রহিমের দায়িত্বহীন ব্যাটিং ছিল খুবই দৃষ্টিকটু। দুই ইনিংসে সমান ৪ রান করে মোট ৮ রান করেন এই ডানহাতি ব্যাটার। তাই সমালোচনার তীরটাও তার দিকেই বেশি।
শেষবার সাদা পোশাকে মুশফিকুর রহিম জ্বলে উঠেছিলেন পাকিস্তানের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২২ রান করে দলের জয় নিশ্চিত করেছিলেন। কিন্তু পরের ৬ টেস্টে ১১ ইনিংস খেলে কোনো ফিফটির দেখা পাননি মুশফিক। তাছাড়া ৬ টি ইনিংসেই দুই অঙ্কের ঘর ছুতে ব্যর্থ হন এই তারকা।
আরও পড়ুন:
» জানা গেল বিসিবির ২৪০ কোটি টাকা ট্রান্সফারের কারণ!
» পিএসএল খেলতে দেশ ছাড়ার আগে আত্মবিশ্বাসী নাহিদ রানা
তবে এমন টানা ব্যর্থতার পরও তার পক্ষ নিয়েই যুক্তি দেখালেন তরুণ সতীর্থ জাকের আলি অনিক। এই উইকেটরক্ষক ব্যাটার মনে করেন, দলে মুশফিক শুধু একাই খেলেন না, বাকি যারা খেলেন তাদেরকেও রান করতে হবে। তাছাড়া তিনিও যে প্রতিদিন রান পাবেন এমনটাও নয়।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে আজ (শনিবার) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাকের। এ সময় মুশফিকের ব্যর্থতা নিয়ে তিনি বলেন, ‘উনি (মুশফিক) তো আর দলে একা খেলছেন না। উনারই যে রান করতে হবে এমন না…রান সবারই করতে হবে। হয়ত এখন উনি রান পাচ্ছেন না, এটা যেকোনো ব্যাটারের সঙ্গেই হতে পারে। উনার প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথাও নেই।’
শুধু জাকেরই নন, এর আগেও দলের আরেক অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও তার পাশে দাঁড়িয়েছিলেন। মুশফিকের এমন ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। মুশফিক সাদা বল থেকে অবসর নেওয়ায় সামনে টেস্টে আরও ভালো খেলবেন বলে মনে করেন মুমিনুল।
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার পর মুমিনুল বলেছিলেন, ‘আমি উনাকে (মুশফিকুর রহিম) নিয়ে মোটেও চিন্তিত না। এখন যেহেতু উনি শুধু টেস্ট খেলছেন, সামনে আরও ভালো খেলবেন বলে মনে হয় আমার । আপনি যখন একটা লাইনেই থাকবেন তখন আপনার জন্য ভালো করা সহজ হয়ে যায়।’
আগামী ২৮ এপ্রিল সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই টেস্ট দিয়ে পুরোনো ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্যেই হয়ত মাঠে নামবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৫/বিটি
