ভারত সিরিজে না থেকেও যেন বারবার ঘুরে ফিরে চলে আসছে তামিম ইকবালের নাম। দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার ভালো সিরিজে আছেন ধারভাষ্যকার হিসেবে। এবার ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট ম্যাচে তামিম ইকবালের রেকর্ডে ভাগ বসালেন তার আরেক সতীর্থ মুশফিকুর রহিম।
এতদিন বাংলাদেশের হয়ে তিন ফরমেটের ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন তামিম ইকবাল। এবার আজ ভারতের বিপক্ষে ৮ রান করতেই তামিম ইকবালের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন মুশফিক। তিন ফরমেট মিলিয়ে উভয় ক্রিকেটারের রান সংখ্যা সমান ১৫ হাজার ১৯২।
আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামে বাংলাদেশ। এদিন প্রথম সেশনেই ভারতকে ৩৭৬ রানে অলআউট করে দেয় টাইগাররা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ।
এদিন ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শান্ত বাহিনী। দলীয় মাত্র ২২ রানে ৩ উইকেটের পতন ঘটলে ব্যাটিংয়ে আসেন মুশফিকুর রহিম। তবে দলের বিপদে আজ হাল ধরতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। বুমরাহর বলে ক্যাচ দিয়ে ফিরে যান মাত্র ৮ রান করেই।
আর এই ৮ রান করতেই তামিমের সমান সর্বাধিক রান স্পর্শ করেন মুশফিক। এই ম্যাচের আগের মুশফিকের রান সংখ্যা ছিল ১৫ হাজার ১৮৪। এদিকে আর মাত্র ১০০ রান করলে বাংলাদেশের কোন ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন এই উইকেট রক্ষক ব্যাটার।
এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে টেস্ট ক্রিকেটে ৫৯০০ রান, ওয়ানডে ক্রিকেটে ৭৭৯২ রান ও টি টোয়েন্টিতে ১৫০০ রান সংগ্রহ করেছেন মুশফিক। অপরদিকে টেস্ট ক্রিকেটে ৫১৩৪ রান, ওয়ানডে ক্রিকেটে ৮৩৫৭ রান ও টি-টোয়েন্টিতে ১৭০১ রান করেছেন তামিম।
এদিকে দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ পড়েছে ফলোঅনের শঙ্কায়। এরই মধ্যে শত রানের আগেই ৭ উইকেটের পতন ঘটে গেছে টাইগারদের। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯২ রান। এখন পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান। উইকেটে রয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী মিরাজ।
আরও পড়ুন: ভারতের মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৪/এফএএস